নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে হেডফোনের মোড়কে বন্ধুর কাছে ইয়াবা ‘উপহার’ পাঠানোর অভিযোগে দুই কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে মিরপুর মডেল থানার ৬ নম্বর সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২য় তলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থী হলেন মো. জাহিদ হাসান দিপু (২০) ও মো. সোহান আলী (২০)। তাঁরা দুজনই একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার দুজন ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড এন্ড টেকনোলজি নামের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা একই মেসে থাকতেন। সেখানেই তাদের বন্ধুত্ব। বর্তমানে তাদের কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুর। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান।
কেউ যাতে সন্দেহ না করে তাই তারা ওয়ান প্লাস ব্রান্ডের বুলেটস ওয়ারলেস জেড-২ ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন। ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন আরও জানান, আটকের পরই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরে হেডফোনের মোড়কে বন্ধুর কাছে ইয়াবা ‘উপহার’ পাঠানোর অভিযোগে দুই কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে মিরপুর মডেল থানার ৬ নম্বর সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২য় তলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থী হলেন মো. জাহিদ হাসান দিপু (২০) ও মো. সোহান আলী (২০)। তাঁরা দুজনই একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার দুজন ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড এন্ড টেকনোলজি নামের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা একই মেসে থাকতেন। সেখানেই তাদের বন্ধুত্ব। বর্তমানে তাদের কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুর। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান।
কেউ যাতে সন্দেহ না করে তাই তারা ওয়ান প্লাস ব্রান্ডের বুলেটস ওয়ারলেস জেড-২ ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন। ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন আরও জানান, আটকের পরই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
২০ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
২৫ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩০ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে