Ajker Patrika

মালিবাগে সিমেন্টের গাড়ির ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৫: ২৬
মালিবাগে সিমেন্টের গাড়ির ধাক্কায় যুবক নিহত

রাজধানীর মালিবাগে সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় আসিফ ইকবাল (২৪) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। 

রমনা থানার উপপরিদর্শক বিপ্লব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মালিবাগ সিআইডি অফিসের বিপরীত পাশের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাঁকে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। 

এসআই আরও জানান, রাতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ক্রাউন কোম্পানীর সিমেন্টের মিক্সার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আসিফ ইকবাল। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। গাড়িটি জব্দ করা হয়েছে। এর চালক পালিয়ে গেলেও সহযোগীকে আটক করা হয়েছে। 

মৃত আসিফের ছোট ভাই আকিব ইকবাল জানান, তাঁদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার দুর্গাপুর উপজেলায়। বাবার নাম এ কে এম ইকবাল। বর্তমানে পশ্চিম রামপুরা উলন রোডে নিজেদের ফ্ল্যাটে থাকে। দুই ভাইয়ের মধ্যে আসিফ ছিল বড়। 

আকিব আরও জানান, তাঁর ভাই আসিফ বেইলি রোডে কেএফসি ফাস্টফুডে চাকরি করতেন। পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করতেন। প্রতিদিন সাইকেল চালিয়ে কাজে যাওয়া-আসা করতেন। গত রাতে বেইলি রোড থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত