ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ডাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নিয়ে ক্রিকেট খেলা শুরু করে ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে ছাত্র অধিকার পরিষদের নেতা–কর্মীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মানববন্ধন করলেও সেখানে এসে ‘ভুয়া ভুয়া, হইচই, মিথ্যা গালগল্প বলছে’ বলে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রলীগের নেতা–কর্মীরা।
আজ রোববার বিকেল পৌনে ৫টায় এমন চিত্র দেখা যায়। ছাত্রলীগ নেতা-কর্মীদের দাবি, ‘ছাত্র অধিকার পরিষদের যারা নির্বাচনের কথা বলছেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সংযোগ নেই। তারা উদ্দেশ্যমূলকভাবে ছাত্রলীগের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলিফ বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা মিথ্যা ছড়াচ্ছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে আরেক নুরুর উত্থান তারা চায়, তারা ছাত্রলীগকে টার্গেট করে বিশৃঙ্খলা করে ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি করতে চায় তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের বিরোধিতা করছি।’
তবে ছাত্রলীগের পক্ষ থেকে নেতা–কর্মীদের অবস্থান নেওয়ার বিষয়ে কোন নির্দেশনা ছিল না বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ মৌলবাদের চর্চা করে বলে একটি এলিগেশন রয়েছে, বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের মৌলবাদী সংগঠন নিষিদ্ধ, তাই তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দূরত্ব রয়েছে, তারা খুব বড় ফোর্সও না যে তাদের সঙ্গে আমাদের মোকাবিলা করতে হবে, তারা যে দাবির কথা বলে (ডাকসু নির্বাচন) সেটা আমাদেরও দাবি। তাদের বাধা দেওয়ার কোন প্রশ্ন ওঠে না।’
মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম হল ছাত্র সংসদ। কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচন এখন আর হচ্ছে না,২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল কিন্তু এরপরে প্রশাসন আর কোনো উদ্যোগ নেয়নি। ডাকসু নির্বাচনের উদ্যোগ না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে একক আধিপত্যে সুযোগ করে দিয়েছে।’
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আখতার হোসেন বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে, কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচন হচ্ছে, তারা তাদের অধিকার নিয়ে কথা বলছে এবং বাস্তবায়ন করছে কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করছে না।’
আখতার হোসেন আরও বলেন, ‘পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আমরা ডাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচির কথা থাকলেও সেখানে ছাত্রলীগের নেতা–কর্মীরা ক্রিকেট খেলার নামে স্ট্যাম্প নিয়ে অবস্থান করছিল, তারা আমাদের রক্ত ঝরাতে চেয়েছিল। ডাকসু নির্বাচনের জন্য রক্ত দিতে আমাদের কোনো আপত্তি নেই, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য জীবন দিতেও রাজি আছি।’ অবিলম্বে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান ও ডাকসু নির্বাচনের জন্য প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে ঘোষণা দেন আখতার হোসেন।
মানববন্ধন শেষে মিছিল বের করে তারা। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাবি সাধারণ সম্পাদক আহনাফ সাইদ খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ডাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছিল ছাত্র অধিকার পরিষদ। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নিয়ে ক্রিকেট খেলা শুরু করে ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে ছাত্র অধিকার পরিষদের নেতা–কর্মীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মানববন্ধন করলেও সেখানে এসে ‘ভুয়া ভুয়া, হইচই, মিথ্যা গালগল্প বলছে’ বলে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রলীগের নেতা–কর্মীরা।
আজ রোববার বিকেল পৌনে ৫টায় এমন চিত্র দেখা যায়। ছাত্রলীগ নেতা-কর্মীদের দাবি, ‘ছাত্র অধিকার পরিষদের যারা নির্বাচনের কথা বলছেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সংযোগ নেই। তারা উদ্দেশ্যমূলকভাবে ছাত্রলীগের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলিফ বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা মিথ্যা ছড়াচ্ছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে আরেক নুরুর উত্থান তারা চায়, তারা ছাত্রলীগকে টার্গেট করে বিশৃঙ্খলা করে ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি করতে চায় তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের বিরোধিতা করছি।’
তবে ছাত্রলীগের পক্ষ থেকে নেতা–কর্মীদের অবস্থান নেওয়ার বিষয়ে কোন নির্দেশনা ছিল না বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ মৌলবাদের চর্চা করে বলে একটি এলিগেশন রয়েছে, বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের মৌলবাদী সংগঠন নিষিদ্ধ, তাই তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দূরত্ব রয়েছে, তারা খুব বড় ফোর্সও না যে তাদের সঙ্গে আমাদের মোকাবিলা করতে হবে, তারা যে দাবির কথা বলে (ডাকসু নির্বাচন) সেটা আমাদেরও দাবি। তাদের বাধা দেওয়ার কোন প্রশ্ন ওঠে না।’
মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম হল ছাত্র সংসদ। কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচন এখন আর হচ্ছে না,২৮ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল কিন্তু এরপরে প্রশাসন আর কোনো উদ্যোগ নেয়নি। ডাকসু নির্বাচনের উদ্যোগ না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে একক আধিপত্যে সুযোগ করে দিয়েছে।’
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আখতার হোসেন বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে, কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচন হচ্ছে, তারা তাদের অধিকার নিয়ে কথা বলছে এবং বাস্তবায়ন করছে কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করছে না।’
আখতার হোসেন আরও বলেন, ‘পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আমরা ডাকসু ভবনের সামনে অবস্থান কর্মসূচির কথা থাকলেও সেখানে ছাত্রলীগের নেতা–কর্মীরা ক্রিকেট খেলার নামে স্ট্যাম্প নিয়ে অবস্থান করছিল, তারা আমাদের রক্ত ঝরাতে চেয়েছিল। ডাকসু নির্বাচনের জন্য রক্ত দিতে আমাদের কোনো আপত্তি নেই, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য জীবন দিতেও রাজি আছি।’ অবিলম্বে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান ও ডাকসু নির্বাচনের জন্য প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে ঘোষণা দেন আখতার হোসেন।
মানববন্ধন শেষে মিছিল বের করে তারা। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাবি সাধারণ সম্পাদক আহনাফ সাইদ খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১৭ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৪১ মিনিট আগে