Ajker Patrika

মিরপুরের কালসীতে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক
মিরপুরের কালসীতে যুবক গুলিবিদ্ধ, চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে

রাজধানীর মিরপুরের কালসীতে গুলিতে সাগর মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছেন। সে একটি টেইলার্সে কাজ করতেন। 

আজ রোববার বিকেল ৪টার দিকে কালসী মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

ওই যুবকককে হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, ‘তাদের বাসা মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদ এলাকায়। ওই এলাকাতেই একটি টেইলার্সে কাজ করেন সাগর। তারা দুজন সকালে একটি কাজে উত্তরায় যান। সেখান থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন। কালসী মোড়ে আসলে সাগরের বুকের বাম পাশে ও গলায় গুলিবিদ্ধ হন। পরে আহত তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সকাল থেকে কালসী এলাকায় অটোরিকশা চালকেরা রাস্তা অবরোধ করে রাখছে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তখন গুলি সাগরের শরীরে লাগে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। ওই যুবকের গলায় ও বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত