Ajker Patrika

শনির আখড়ায় মহাসড়ক ঘেঁষে পশুর হাট, যানজট ও দুর্ঘটনার শঙ্কা

জহিরুল আলম পিলু, শ্যামপুর-কদমতলি
আপডেট : ১১ জুন ২০২৪, ১১: ১১
শনির আখড়ায় মহাসড়ক ঘেঁষে পশুর হাট, যানজট ও দুর্ঘটনার শঙ্কা

যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। তবে রাজধানীর শনির আখড়ায় (দনিয়া কলেজ মাঠ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষেই বসানো হয়েছে হাট। এতে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও করা হয়েছে। 

রাজধানীর বিআরটিএ ভবনে গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সড়ক ও মহাসড়ক বিভাগের বৈঠকে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট না বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার পর সপ্তাহও পার হয়নি, তার আগেই শনির আখড়ায় তার ব্যত্যয় ঘটেছে। 

জানা গেছে, এই হাট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়েছেন মো. কামরুজ্জামান। হাটের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ। ২০২৩ সালেও এই হাটের ইজারাদার ছিলেন কামরুজ্জামান। ওই বছর নানা অব্যবস্থাপনার কারণে পানি, শৌচাগার ও থাকা-খাওয়ার সমস্যার কারণে ব্যাপারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। হাটে ঈদের পাঁচ দিন আগে কোরবানির পশু আসার কথা থাকলেও অন্যবারের মতো এবারও কয়েক দিন আগে থেকেই আসতে শুরু করেছে। 

স্থানীয় সূত্র বলেছে, এই হাট দনিয়া কলেজ মাঠের নামে হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে যেমন বসে, ওই এলাকার বর্ণমালা স্কুল রোড, শনির আখড়া-রায়েরবাগ সড়ক, শনির আখড়া-মৃধাবাড়ী সড়ক, শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল সড়কসহ এলাকার অলিগলি বন্ধ করে বসানো হয়। এতে মহাসড়কে যেমন যানজটের সৃষ্টি হয়, স্থানীয় বাসিন্দাদের তেমনি চলাচলে দুর্ভোগে পড়তে হয়। 

গোয়ালবাড়ীর বাগানবাড়ি এলাকার বাসিন্দা আলম বলেন, মহাসড়ক ঘেঁষে হাট বসানোয় নানা ধরনের দুর্ঘটনা ঘটে। ২০১৮ সালে পশু কিনতে এসে এক ক্রেতা পিকআপের ধাক্কায় নিহত হন। 

এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পশুর হাটের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মোস্তাক আহমেদ বলেন, হাটে গরু ওঠানোর নিয়ম পাঁচ দিন আগে। এর আগেই ব্যাপারীরা গরু নিয়ে আসা শুরু করেছেন। মহাসড়ক ঘেঁষে হাট বসানো হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, প্রশ্নটি ইজারাদারকে করেন। 

ইজারাদার কামরুজ্জামান বলেন, সড়কের ওপরে গরু যাতে যেতে না পারে, সেভাবেই বাঁশ গাড়া হয়েছে। জায়গা দখলে নিতে নির্ধারিত সময়ের আগে ব্যাপারীরা হাটে পশু আনা শুরু করে দিয়েছেন। 

আর ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী জানান, ‘আমাদের কার্যাদেশ এখনো দেওয়া হয়নি। কোথায় পশু বসবে, এখনো জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি।’ 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে সড়ক ও মহাসড়ক বিভাগ জানিয়ে দিয়েছে। কোনো হাটে এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত