Ajker Patrika

যারা মানবতার বুলি আওড়ায়, তারাই বর্বর হামলার সহযোগিতা করছে: গোলাম কুদ্দুছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৭: ২৪
যারা মানবতার বুলি আওড়ায়, তারাই বর্বর হামলার সহযোগিতা করছে: গোলাম কুদ্দুছ

যুক্তরাষ্ট্রের উদ্দেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেছেন, বিশ্বজুড়ে যারা মানবতার বুলি আওড়ায়, তারাই বর্বর হামলার সহযোগিতা করছে। আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের হামলার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনে শিল্পী ও সংস্কৃতিজনেরা অংশ নেন। 

গোলাম কুদ্দুছ বলেন, ‘আজকে আমরা দুটি কারণে একত্রিত হয়েছি। প্রথম কারণ হলো ফিলিস্তিনের মানুষের প্রতি হামলার প্রতিবাদ জানাতে। এটা এমন একটা দেশ। যাদের প্রধানমন্ত্রী আছে, বিভিন্ন দেশে দূতাবাস আছে কিন্তু পৃথিবীতে তারা একমাত্র জাতি যাদের কোনো ভূমি নেই। আর এটি ঘটছে আন্তর্জাতিক সাম্রাজ্যের ষড়যন্ত্রের কারণে। দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের জনগণ এই অধিকারের জন্য লড়াই করছে। তাদের মাতৃভূমি থাকতেও তাদের কোনো দেশ নেই। তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সমর্থন জানাই। একই সঙ্গে প্রতিবাদ ও নিন্দা জানাই। পৃথিবীতে এত বর্বর হামলা আর কোথাও হয়েছে কি না, আমার জানা নেই। এখানে মানুষ, নারী ও শিশুরা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে হামলা করেছে। হাসপাতালে স্পর্শকাতর জায়গায় হামলা করেছে।’

তিনি বলেন, ‘সকালে বিদেশি বিভিন্ন চ্যানেলে খবরে দেখলাম, আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি—যেখানে প্রতি ১৫ মিনিটে একজন শিশুকে হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা এও দেখছি, যারা বিশ্বজুড়ে মানবতার কথা বলে তারা আজকে এই বর্বরতার সহযোগিতা করছে।’ 

ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে গোলাম কুদ্দুছ বলেন, ‘আমেরিকা সৈন্য প্রস্তুত করে রেখেছে। বিমানবাহী রণতরি পাঠাচ্ছে। যুক্তরাজ্যও যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। এসব বিমান কাদের বিরুদ্ধে পাঠাচ্ছে। শিশুদের মারার জন্য? নারীদের মারার জন্য? অথচ আপনারা আমাদের দেশের মানবতা নিয়ে কথা বলছেন। আপনারা যখন কোনো দেশকে নিজেদের বলয়ের আনতে পারেন না, তখন এসব কথা বলেন। আপনাদের চোখ রাঙানি আমরা ভয় পাই না। ওই চোখ ইসরায়েলের দিকে নিয়ে যান।’ 

গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আপনাদের মানবাধিকার বিশ্বকে দখল করার অস্ত্র। আপনারা সাদ্দামের, গাদ্দাফির বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করেছিলেন। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ফিলিস্তিনি মানুষের প্রতি সহানুভূতি ও তাদের সমর্থন করে কর্মসূচি ঘোষণার জন্য।’

বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট স্বাগত বক্তব্যে বলেন, ‘আমরা আজ বিপন্ন মানুষের জন্য দাঁড়িয়েছি। আমরা জানি এটি কবে শুরু হয়েছিল। বেলফোর ঘোষণার মধ্য দিয়ে। যে দেশে আমি বেড়ে উঠেছি। সে দেশ যদি দখল হয়ে যায়—এটা কেউ মেনে নেবে না। আজ পর্যন্ত যারা সেখানকার নাগরিক তাদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করা হয়েছে। নারী, পুরুষ ও শিশুরা মরছে। হাসপাতালে আক্রমণ করা হচ্ছে। ইসরায়েল কিছুই মানছে না। আমরা বলতে চাই অন্যায়, অন্যায়ই। যাদের শক্তি নেই যুদ্ধ করার, তাদের প্রতি সহানুভূতি জানাই। আমরা পারব না যুদ্ধ করতে, কিন্তু আমরা ঘৃণা জানাতে পারি ইসরায়েলের প্রতি।’

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই প্রতিবাদে একাত্মতা ঘোষণা করেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আজহারুল হক আজাদ বলেন, ‘বিশ্ব বিবেকের কথা বলা হয়, সেই বিশ্ব বিবেক আজ মানবতার বিরুদ্ধে। আজকে যখন হাসপাতালে বোমা ফেলা হয় তখন বিশ্ব বিবেক নীরব হয়ে থাকে। সংস্কৃতিকর্মীরা সব সময় বিশ্ব শান্তির জন্য দাঁড়িয়েছে। যত দিন এই পৃথিবীতে শান্তি না আসে তত দিন আমরা এই লড়াই চালিয়ে যাব।’ 

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘এই যে অশুভ লড়াই বছরের পর বছর ধরে চলছে, আমার প্রশ্ন কীভাবে এটি চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মার্কিন সাম্রাজ্যবাদ প্রকাশ্যভাবে এই কাজ করে যাচ্ছে। আবার তারা যখন গণতন্ত্রের কথা বলে, তখন অবাক হতে হয়। যে মানুষগুলো দেশের জন্য নিজেকে আত্মাহুতি দেয়, তাদের দাবিয়ে রাখা যাবে না। তারা একদিন বিজয়ী হবেই। তাদের পাশে এ দেশের সংস্কৃতিকর্মীরা থাকবে।’ 

নাট্যজন ঝুনা চৌধুরী বলেন, ‘আমি খবরের কাগজে পড়লাম একজন ফিলিস্তিন বলছেন, আমরা এখন ছয় ওয়াক্ত নামাজ পড়ি। মুসলমান হিসেবে এটা শুনতে অবাক লাগে। কিন্তু সেটার ব্যাখ্যা দেওয়া হলো এভাবে যে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ছয় নম্বর ওয়াক্ত হলো জানাজার নামাজ। কী পরিমাণে মানুষ মরছে যে জানাজার নামাজ ওয়াক্তি নামাজের মতো হয়ে যায়। এমন কথা শুনলে কেঁপে উঠতে হয়। কিন্তু তথাকথিত মানবাধিকার নামধারী উন্নত বিশ্ব নীরব। তাদের মতো বাংলাদেশের মানুষেরাও দেখি নিরব। এই নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ হোক। আসুন ফিলিস্তিনে ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেখানে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই। বিশ্ববাসীর কাছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’ 

বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধনে যুদ্ধবিরোধী কবিতাসহ গান গাওয়া হয়। আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম শাহিন, ফকির সিরাজ, মিনা মিজানুর রহমান, নিগার চৌধুরী, মিনু হক, নিলুফর জাহান প্রমুখ। পরিষদের সভাপতি মিজানুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধন শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে হত্যা এবং পরে তাঁর লাশে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাস ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। তিনি জেলার তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দিপু চন্দ্র দাসকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু তিনি ক্ষমা না চাওয়ায় ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে তোপের মুখে কর্তৃপক্ষ দিপু চন্দ্রকে বের করে দিলে তাঁকে পিটিয়ে হত্যার পর গাছের ডালে বেঁধে লাশে আগুন দেওয়া হয়।

পুলিশ দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে রাত আড়াইটার দিকে দিপু চন্দ্র দাসের মরদেহ মর্গে পাঠায়।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উত্তেজিত জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। শুনেছি ধর্ম অবমাননার অভিযোগে একজন তাকে ডেকে নিলে শত শত লোক তাকে আক্রমণ করে। এখন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মামলা করতে আসলে মামলা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দৈনিক প্রথম আলোর কার্যালয় ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
দৈনিক প্রথম আলোর কার্যালয় ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানী কারওয়ান বাজারে আগুনে পুড়ে যাওয়া দৈনিক প্রথম আলোর কার্যালয় ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ভবনের সামনে চারপাশে হিসেবে ব্যারিকেড দিয়ে রেখেছে।

আজ শুক্রবার সকালে জমিনে দেখা গেছে, প্রথম আলো চারতলা ভবনটির প্রতিটি ফ্লোরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা ভবনটির চারপাশে ঘিরে রাখে।

সিআইডির ফরেনসিক বিভাগের ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক আব্দুর রশিদ জানান, তাঁরা নমুনা সংগ্রহ করার জন্য প্রথম আলো ভবনে এসেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় সরেজমিনে দেখা গেছে, একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে প্রথম আলোর কার্যালয়ে আসেন। তারা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ভবনের সামনে অগ্নিসংযোগও করা হয়। এর পরপরই ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের পর ভবনের ভেতর ৩০-৩৫ জন সাংবাদিক ও কর্মী আটকা পড়েন। বিক্ষোভের শুরুতেই রাত ১০টার সময় ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে কয়েকটি ইউনিট ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে দিকে রওনা হয়। তবে তাদের বাধা দেন বিক্ষুব্ধরা। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। রাত ১টা ৪০ মিনিটের দিকে ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রাম ও রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন খাজুরিয়া গ্রামের শফিউল্লা মোল্লার ছেলে বিটু মোল্লা (৪০) ও গাব্দেরগাঁও গ্রামের বাবুল ব্যাপারীর স্ত্রী সেলিনা বেগম (৫০)।

বিটু মোল্লার স্বজন মিজান মোল্লা বলেন, ‘আমরা একই বাড়ির বাসিন্দা। শুনেছি রাতে বিটু মোল্লা ও তার স্ত্রীর মধ্যে বিবাদ হয়েছে। পরে দুজনেই ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখা যায় বিটু মোল্লা নিজেদের বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। পরিবারের সদস্যদের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।’

এদিকে সেলিনা বেগমের মৃত্যুর বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম মৃধা বলেন, ‘বিভিন্ন স্থান থেকে ঋণ করে তার এক ছেলেকে প্রবাসে পাঠানো হয়েছে। এখনো ঋণ পরিশোধ করা হয়নি, এর মধ্যে ছেলে বিদেশ থেকে চলে আসতে চায়। এই খবরে তার পরিবারে কলহের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে সেলিনা বেগম ঘুমিয়ে পড়লেও সকালে বসতঘরের পাশে একটি কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজনেরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। ছবি: আজকের পত্রিকা
ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে।

হাদির মারা যাওয়ার খবর ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতার বিভিন্ন অংশ সেখানে যোগ দেয়। আজ সকাল থেকেও ছাত্র-জনতা শাহবাগে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে অনেকেই যোগ দিচ্ছেন।

এ দিকে ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে’ আজ বিকেল ৩টায় শাহবাগে আধিপত্যবাদবিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছেন ডাকসুর নেতারা।

গতকাল রাতে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ এখন কার্যত একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-তরুণ এবং দেশপ্রেমিক নাগরিকদের জীবন আজ হুমকির মুখে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।

নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেসব স্পটে আপনারা নেমে এসেছিলেন—যেমন চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকায় যাত্রাবাড়ী ও উত্তরাসহ সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। শাহবাগে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত