Ajker Patrika

বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি: ঢাবি ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৪৪
বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি: ঢাবি ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় পুলিশ পরিচয়ে চারজনের কাছে চাঁদা দাবি করার অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এরপর মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

এদিকে আজ শনিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই দুই নেতাকে বহিষ্কার করার কথা জানানো হয়। 

অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা— হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহসভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিনকে (সহসভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত