ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের অনিয়ম ও দুর্নীতির বিচার এবং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর এলাকাবাসী ও সচেতন মহলের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের অনিয়ম ও দুর্নীতির বিচার এবং তাঁর প্রত্যাহারের দাবিতে উপজেলা হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঝিটকা-হরিরামপুর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। এতে এলাকার বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইমান আলী, কৃষক লীগের সদস্যসচিব শহিদুল ইসলাম, বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান, বয়ড়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন, মিরাজ মিয়া, বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবোধ শাখারী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হরিরামপুর উপজেলা হাসপাতালের ওষুধ ক্রয়, আসবাবপত্র ক্রয়, কোভিড সংক্রান্ত কাজের ব্যয়, নৌ-অ্যাম্বুলেন্স মেরামত ও জ্বালানি খরচ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে ডা. ইসরাত জাহান ভুয়া বিল ভাউচার দিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। তাঁর অনিয়ম-দুর্নীতির বিচারসহ তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
উল্লেখ্য, এ বিষয়ে ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পর গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে তাঁদের তদন্তকাজ সম্পন্ন করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা ডা. ইসরাত জাহান কোনো কথা বলতে রাজি হননি। স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) নির্দেশে টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. এএফএম সাহাবুদ্দিন খানকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি গত ১৪ ফেব্রুয়ারি অভিযোগের বিষয়ে তদন্ত করে এরই মধ্যে তদন্ত রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের অনিয়ম ও দুর্নীতির বিচার এবং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর এলাকাবাসী ও সচেতন মহলের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের অনিয়ম ও দুর্নীতির বিচার এবং তাঁর প্রত্যাহারের দাবিতে উপজেলা হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঝিটকা-হরিরামপুর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। এতে এলাকার বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইমান আলী, কৃষক লীগের সদস্যসচিব শহিদুল ইসলাম, বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান, বয়ড়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন, মিরাজ মিয়া, বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবোধ শাখারী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হরিরামপুর উপজেলা হাসপাতালের ওষুধ ক্রয়, আসবাবপত্র ক্রয়, কোভিড সংক্রান্ত কাজের ব্যয়, নৌ-অ্যাম্বুলেন্স মেরামত ও জ্বালানি খরচ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে ডা. ইসরাত জাহান ভুয়া বিল ভাউচার দিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। তাঁর অনিয়ম-দুর্নীতির বিচারসহ তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
উল্লেখ্য, এ বিষয়ে ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পর গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে তাঁদের তদন্তকাজ সম্পন্ন করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা ডা. ইসরাত জাহান কোনো কথা বলতে রাজি হননি। স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) নির্দেশে টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. এএফএম সাহাবুদ্দিন খানকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি গত ১৪ ফেব্রুয়ারি অভিযোগের বিষয়ে তদন্ত করে এরই মধ্যে তদন্ত রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছেন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৭ মিনিট আগেআওয়ামী সমর্থক অপবাদ দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার চড়কগাছিয়া গ্রামের সাপলেজা মাছ বাজারে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেবাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
১৬ মিনিট আগেশিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় ভুক্তভোগী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে ডিআইএ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে