বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
সরকারি বিভিন্ন দপ্তরের চাকরির নামে প্রার্থীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার বালিয়াকান্দি থেকে গতকাল রোববার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আলী রেজা সুমন (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ৭ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামের এবাদত হোসেন মোল্লার ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বালিয়াকান্দি উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে আলামতসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। প্রতিটি সরকারি দপ্তরে চাকরির সার্কুলার এলে সরব হয়ে যায় চক্রটি। নেমে পড়ে প্রার্থী জোগাড়ে।
সম্প্রতি পুলিশের কনস্টেবল এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ঘিরে চক্রটি চাকরি হওয়ার পর টাকা দিতে বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকার চেক, স্ট্যাম্প ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা নেয়। পরে যাঁদের মেধা ও যোগ্যতায় চাকরি হয়েছে, তাঁদের প্রতিজনের কাছ থেকে হাতিয়ে নেয় ১৪ লাখ টাকা। আর যাঁদের চাকরি হয়নি তাঁদের চেক, স্ট্যাম্প ও সনদ দিয়ে শুরু করে নতুন প্রতারণা।
রাজবাড়ী ডিবির ওসি মনিরুজ্জামান খান আরও বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রটি এরকম প্রতারণা করে যাচ্ছিল। এ সময় প্রতারক চক্রের সদস্যের কাছ থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখার ১৪ লাখ টাকার তিনটি চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে।
প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
সরকারি বিভিন্ন দপ্তরের চাকরির নামে প্রার্থীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার বালিয়াকান্দি থেকে গতকাল রোববার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আলী রেজা সুমন (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ৭ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামের এবাদত হোসেন মোল্লার ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বালিয়াকান্দি উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে আলামতসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। প্রতিটি সরকারি দপ্তরে চাকরির সার্কুলার এলে সরব হয়ে যায় চক্রটি। নেমে পড়ে প্রার্থী জোগাড়ে।
সম্প্রতি পুলিশের কনস্টেবল এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ঘিরে চক্রটি চাকরি হওয়ার পর টাকা দিতে বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকার চেক, স্ট্যাম্প ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা নেয়। পরে যাঁদের মেধা ও যোগ্যতায় চাকরি হয়েছে, তাঁদের প্রতিজনের কাছ থেকে হাতিয়ে নেয় ১৪ লাখ টাকা। আর যাঁদের চাকরি হয়নি তাঁদের চেক, স্ট্যাম্প ও সনদ দিয়ে শুরু করে নতুন প্রতারণা।
রাজবাড়ী ডিবির ওসি মনিরুজ্জামান খান আরও বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রটি এরকম প্রতারণা করে যাচ্ছিল। এ সময় প্রতারক চক্রের সদস্যের কাছ থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখার ১৪ লাখ টাকার তিনটি চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে।
প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১৯ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩০ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে