বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
সরকারি বিভিন্ন দপ্তরের চাকরির নামে প্রার্থীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার বালিয়াকান্দি থেকে গতকাল রোববার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আলী রেজা সুমন (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ৭ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামের এবাদত হোসেন মোল্লার ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বালিয়াকান্দি উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে আলামতসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। প্রতিটি সরকারি দপ্তরে চাকরির সার্কুলার এলে সরব হয়ে যায় চক্রটি। নেমে পড়ে প্রার্থী জোগাড়ে।
সম্প্রতি পুলিশের কনস্টেবল এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ঘিরে চক্রটি চাকরি হওয়ার পর টাকা দিতে বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকার চেক, স্ট্যাম্প ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা নেয়। পরে যাঁদের মেধা ও যোগ্যতায় চাকরি হয়েছে, তাঁদের প্রতিজনের কাছ থেকে হাতিয়ে নেয় ১৪ লাখ টাকা। আর যাঁদের চাকরি হয়নি তাঁদের চেক, স্ট্যাম্প ও সনদ দিয়ে শুরু করে নতুন প্রতারণা।
রাজবাড়ী ডিবির ওসি মনিরুজ্জামান খান আরও বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রটি এরকম প্রতারণা করে যাচ্ছিল। এ সময় প্রতারক চক্রের সদস্যের কাছ থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখার ১৪ লাখ টাকার তিনটি চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে।
প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
সরকারি বিভিন্ন দপ্তরের চাকরির নামে প্রার্থীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার বালিয়াকান্দি থেকে গতকাল রোববার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আলী রেজা সুমন (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ৭ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামের এবাদত হোসেন মোল্লার ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বালিয়াকান্দি উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে আলামতসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। প্রতিটি সরকারি দপ্তরে চাকরির সার্কুলার এলে সরব হয়ে যায় চক্রটি। নেমে পড়ে প্রার্থী জোগাড়ে।
সম্প্রতি পুলিশের কনস্টেবল এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ঘিরে চক্রটি চাকরি হওয়ার পর টাকা দিতে বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকার চেক, স্ট্যাম্প ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা নেয়। পরে যাঁদের মেধা ও যোগ্যতায় চাকরি হয়েছে, তাঁদের প্রতিজনের কাছ থেকে হাতিয়ে নেয় ১৪ লাখ টাকা। আর যাঁদের চাকরি হয়নি তাঁদের চেক, স্ট্যাম্প ও সনদ দিয়ে শুরু করে নতুন প্রতারণা।
রাজবাড়ী ডিবির ওসি মনিরুজ্জামান খান আরও বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রটি এরকম প্রতারণা করে যাচ্ছিল। এ সময় প্রতারক চক্রের সদস্যের কাছ থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখার ১৪ লাখ টাকার তিনটি চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে।
প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৭ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৭ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৭ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৭ ঘণ্টা আগে