ফরিদপুর প্রতিনিধি
রমজান মাস উপলক্ষে ফরিদপুরে প্রতিটি হোটেল-রেস্তোরাঁর বাইরে সামনের অংশে পসরা সাজিয়ে রাখা হয়েছে লোভনীয় ইফতারসামগ্রীর। এসব খাবারে ক্ষতিকর উপাদান রয়েছে কি না তা সাধারণ মানুষের অজানা। কিন্তু বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে মিলছে ক্ষতিকর উপাদান। ভেজাল তেলে তৈরি হচ্ছে ইফতারসামগ্রী হিসেবে পরিচিত শাহি জিলাপি।
এ ছাড়া অভিযানকালে অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ বা মিষ্টান্ন দোকানে মিলছে পচা-বাসি খাবার বা খাদ্য উপাদানসামগ্রী। রমজান মাসজুড়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিশুদ্ধ খাদ্য আদালতের এমন অভিযান অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নিরাপদ খাদ্য কার্যালয়ের উদ্যোগে শহরের নিউমার্কেট-সংলগ্ন দুটি রেস্তোরাঁ, মিষ্টিপট্টি এলাকায় পরিচালিত অভিযানে এসব চিত্র ফুটে ওঠে। এতে নেতৃত্ব দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি। এ সময় খাদ্য নিরাপদ আইনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়।
অভিযানের সময় শহরের নিউমার্কেট-সংলগ্ন সুলতানি ভোজ নামক হোটেলের ফ্রিজে মেলে পচা খাদ্যসামগ্রী। এ সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একই নামে রেস্তোরাঁয় অভিযানকালে ভেজাল তেলে শাহি জিলাপি তৈরি করা হচ্ছে, যা তাৎক্ষণিক পরীক্ষায় প্রমাণিত হয়। এমন অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন আদালত। এ ছাড়া ময়রাপট্টি এলাকায় একাধিক মিষ্টান্ন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল ও নিম্নমানের তেল দিয়ে জিলাপি ভাজার বিষয়টি পরীক্ষায় প্রমাণিত হয়। এ সময় দুটি মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে মামলাসহ জব্দ করা তেল ফেলে দেওয়া হয়।
এর আগে ১২ মার্চ শহরের খন্দকার হোটেল, নিউ স্টার কাবাব, খলিলের মিষ্টির দোকানে অভিযানে পচা-বাসি খাদ্যসামগ্রী মেলে এবং ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানকালে খন্দকার হোটেল থেকে পচা মাংস ও বাসি শরবত জব্দ করা হয়।
এসব বিষয়ে জানতে চাইলে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ আজকের পত্রিকাকে জানান, মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রমজান মাসে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হচ্ছে। আজ (মঙ্গলবার) তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং বাকি দুটিকে সতর্কতামূলক নোটিশ করা হয়েছে। তাদের মুচলেকা দিয়ে অঙ্গীকার করতে হবে।
রমজান মাস উপলক্ষে ফরিদপুরে প্রতিটি হোটেল-রেস্তোরাঁর বাইরে সামনের অংশে পসরা সাজিয়ে রাখা হয়েছে লোভনীয় ইফতারসামগ্রীর। এসব খাবারে ক্ষতিকর উপাদান রয়েছে কি না তা সাধারণ মানুষের অজানা। কিন্তু বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে মিলছে ক্ষতিকর উপাদান। ভেজাল তেলে তৈরি হচ্ছে ইফতারসামগ্রী হিসেবে পরিচিত শাহি জিলাপি।
এ ছাড়া অভিযানকালে অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ বা মিষ্টান্ন দোকানে মিলছে পচা-বাসি খাবার বা খাদ্য উপাদানসামগ্রী। রমজান মাসজুড়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিশুদ্ধ খাদ্য আদালতের এমন অভিযান অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নিরাপদ খাদ্য কার্যালয়ের উদ্যোগে শহরের নিউমার্কেট-সংলগ্ন দুটি রেস্তোরাঁ, মিষ্টিপট্টি এলাকায় পরিচালিত অভিযানে এসব চিত্র ফুটে ওঠে। এতে নেতৃত্ব দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহি। এ সময় খাদ্য নিরাপদ আইনে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়।
অভিযানের সময় শহরের নিউমার্কেট-সংলগ্ন সুলতানি ভোজ নামক হোটেলের ফ্রিজে মেলে পচা খাদ্যসামগ্রী। এ সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একই নামে রেস্তোরাঁয় অভিযানকালে ভেজাল তেলে শাহি জিলাপি তৈরি করা হচ্ছে, যা তাৎক্ষণিক পরীক্ষায় প্রমাণিত হয়। এমন অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন আদালত। এ ছাড়া ময়রাপট্টি এলাকায় একাধিক মিষ্টান্ন দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল ও নিম্নমানের তেল দিয়ে জিলাপি ভাজার বিষয়টি পরীক্ষায় প্রমাণিত হয়। এ সময় দুটি মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে মামলাসহ জব্দ করা তেল ফেলে দেওয়া হয়।
এর আগে ১২ মার্চ শহরের খন্দকার হোটেল, নিউ স্টার কাবাব, খলিলের মিষ্টির দোকানে অভিযানে পচা-বাসি খাদ্যসামগ্রী মেলে এবং ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানকালে খন্দকার হোটেল থেকে পচা মাংস ও বাসি শরবত জব্দ করা হয়।
এসব বিষয়ে জানতে চাইলে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ আজকের পত্রিকাকে জানান, মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রমজান মাসে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হচ্ছে। আজ (মঙ্গলবার) তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং বাকি দুটিকে সতর্কতামূলক নোটিশ করা হয়েছে। তাদের মুচলেকা দিয়ে অঙ্গীকার করতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে প্রকৌশলী নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতা হারুনুর রশীদের বিরুদ্ধে। জানা গেছে, চলতি মাসে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন নুরুল আফসার মোহাম্মদ সুলতানুল ইমাম নামের এক কর্মকর্তা। তবে রহস্যজনক কারণে যোগদানের মাত্
১০ মিনিট আগেঢাকা-বরিশাল নৌপথে যাত্রী পরিবহনে একধরনের খরা চলছে। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাঙ্ক্ষিত যাত্রীদের দেখা মেলার আশা করছেন লঞ্চমালিক ও শ্রমিকেরা। এ জন্য ২৫ মার্চ থেকে এই নৌপথে লঞ্চ চালানোর রোটেশন বা পালা প্রথা উঠে যাচ্ছে। ওই দিন থেকে ঢাকা হতে বরিশালে ছয়টি করে লঞ্চ পরিচালনার জন্য বিআইডব্লিউটিএর কাছে
১০ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেবরিশালের মুলাদীতে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) হাত ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নাজিপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী কিশোরী উপজেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগে