নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হওয়া মামলায় ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত ১২ জুলাই থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
এ ছাড়া পাবনার সাঁথিয়ায় নতুন করে ১৮ এবং কুমিল্লায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা ও পাবনায় গ্রেপ্তার ২১
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পাবনার সাঁথিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে হওয়া মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
খুলনায় ১১ জন কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে খুলনায় আটকদের মধ্যে ১১ জনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ও পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার গভীর রাতে এসআই হাসানুর রশিদ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোনাডাঙ্গা থানায় হওয়া অপর একটি মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাতক্ষীরায় রিমান্ডে ৬ জন
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে দুই দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা সদর থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক ব্রজকিশোর পাল বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মোল্লা মো. আব্দুস সেলিম। বিচারক ১৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি]
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হওয়া মামলায় ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত ১২ জুলাই থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
এ ছাড়া পাবনার সাঁথিয়ায় নতুন করে ১৮ এবং কুমিল্লায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা ও পাবনায় গ্রেপ্তার ২১
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পাবনার সাঁথিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে হওয়া মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
খুলনায় ১১ জন কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে খুলনায় আটকদের মধ্যে ১১ জনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ও পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার গভীর রাতে এসআই হাসানুর রশিদ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোনাডাঙ্গা থানায় হওয়া অপর একটি মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাতক্ষীরায় রিমান্ডে ৬ জন
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে দুই দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা সদর থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক ব্রজকিশোর পাল বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মোল্লা মো. আব্দুস সেলিম। বিচারক ১৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি]
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৮ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
১৩ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৩৩ মিনিট আগে