নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই যুগেরও বেশি সময় ধরে দখলে থাকা রাজধানীর গ্রিনরোডের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগ। পান্থপথ সিগন্যাল থেকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল পর্যন্ত জনবহুল এই ফুটপাতে দীর্ঘদিন ধরে রিকশার গ্যারেজ, টং দোকান, ভ্যান স্ট্যান্ড, ভাতের হোটেল ছিল। পথচারীদের হাঁটার অবস্থা ছিল না। দীর্ঘদিন পর এই ফুটপাত দখলমুক্ত করল তেজগাঁও ট্রাফিক বিভাগ।
রোববার (১২ মে) সকাল থেকে গ্রিনরোড উচ্ছেদে অভিযান শুরু করে তেজগাঁও ট্রাফিক বিভাগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পান্থপথ এবং ফার্মগেটকে সংযোগকারী গ্রিনরোডের দুই ফুটপাত ধরে শতাধিক রিকশা পার্কিং, টং দোকান, ভাতের হোটেল এবং রিকশা মেরামতের দোকান। ব্যস্ত সড়কটিতে সব সময় গাড়ির চাপ থাকে। তবে ফুটপাত দখলে থাকায় পথচারীদের হাঁটার কোনো সুযোগ ছিল না।
রাহেলা রিনা নামে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী বলেন, কলেজের কাছে বাসা হলেও ফুটপাত দখল থাকায় বাসা থেকে হেঁটে কলেজে যেতে পারতাম না। বাধ্য হয়ে রিকশায় উঠতে হতো, রিকশায় উঠে বসে থাকতে হতো, কারণ সড়কটিতে জ্যাম থাকে সব সময়। এখন ফুটপাত দখল মুক্ত হওয়ায় হাঁটার সুযোগ হয়েছে। তবে ভবিষ্যতে যাতে দখল না হয়, তাও খেয়াল রাখতে হবে।
এই বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশিস দাস বলেন, এই রাস্তা রিকশা এবং অবৈধ পার্কিংমুক্ত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রতিদিন সকাল–বিকাল রেকারসহ এই রাস্তায় দুই বেলা করে অভিযান পরিচালনা করছি এবং এটি অব্যাহত থাকবে।
সড়টির দুই পাশে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে। এর মধ্যে পানি ভবন, আইবিএ হোস্টেল, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং একাধিক ভার্সিটি কোচিং সেন্টার। ফুটপাত দখল থাকায় এসব প্রতিষ্ঠানের পথচারীরা অল্প দূরত্বেও রিকশায় যাতায়াত করে। নারীদের পড়তে হয় আরও বিড়ম্বনায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আগে হোস্টেল থেকে বের হলেই রিকশার জন্য আমাদের বাস ঠিকমতো ঘুরতেই পারত না, এমনকি আসতে যেতে অনেক সময় লেগে যেত। ইদানীং অবস্থার অনেক উন্নতি হয়েছে।
এদিকে, রিকশার লেন উচ্ছেদ করে পুরো রাস্তা যানবাহন চলাচলে পুলিশ কতটুকু ধরে রাখতে পারে সেটি হয়তো সময়ই বলে দেবে—এমন মন্তব্য করেছেন পূর্ব রাজাবাজারের বাসিন্দা মনির হোসেন।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, সড়কটির ফুটপাত দখলমুক্ত করতে সপ্তাহব্যাপী পুলিশ কাজ করছে। এর মধ্যে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা অন্তত ৬১টি রিকশা বিরুদ্ধে ডাম্পিংসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুই যুগেরও বেশি সময় ধরে দখলে থাকা রাজধানীর গ্রিনরোডের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগ। পান্থপথ সিগন্যাল থেকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল পর্যন্ত জনবহুল এই ফুটপাতে দীর্ঘদিন ধরে রিকশার গ্যারেজ, টং দোকান, ভ্যান স্ট্যান্ড, ভাতের হোটেল ছিল। পথচারীদের হাঁটার অবস্থা ছিল না। দীর্ঘদিন পর এই ফুটপাত দখলমুক্ত করল তেজগাঁও ট্রাফিক বিভাগ।
রোববার (১২ মে) সকাল থেকে গ্রিনরোড উচ্ছেদে অভিযান শুরু করে তেজগাঁও ট্রাফিক বিভাগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পান্থপথ এবং ফার্মগেটকে সংযোগকারী গ্রিনরোডের দুই ফুটপাত ধরে শতাধিক রিকশা পার্কিং, টং দোকান, ভাতের হোটেল এবং রিকশা মেরামতের দোকান। ব্যস্ত সড়কটিতে সব সময় গাড়ির চাপ থাকে। তবে ফুটপাত দখলে থাকায় পথচারীদের হাঁটার কোনো সুযোগ ছিল না।
রাহেলা রিনা নামে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী বলেন, কলেজের কাছে বাসা হলেও ফুটপাত দখল থাকায় বাসা থেকে হেঁটে কলেজে যেতে পারতাম না। বাধ্য হয়ে রিকশায় উঠতে হতো, রিকশায় উঠে বসে থাকতে হতো, কারণ সড়কটিতে জ্যাম থাকে সব সময়। এখন ফুটপাত দখল মুক্ত হওয়ায় হাঁটার সুযোগ হয়েছে। তবে ভবিষ্যতে যাতে দখল না হয়, তাও খেয়াল রাখতে হবে।
এই বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশিস দাস বলেন, এই রাস্তা রিকশা এবং অবৈধ পার্কিংমুক্ত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রতিদিন সকাল–বিকাল রেকারসহ এই রাস্তায় দুই বেলা করে অভিযান পরিচালনা করছি এবং এটি অব্যাহত থাকবে।
সড়টির দুই পাশে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে। এর মধ্যে পানি ভবন, আইবিএ হোস্টেল, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং একাধিক ভার্সিটি কোচিং সেন্টার। ফুটপাত দখল থাকায় এসব প্রতিষ্ঠানের পথচারীরা অল্প দূরত্বেও রিকশায় যাতায়াত করে। নারীদের পড়তে হয় আরও বিড়ম্বনায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আগে হোস্টেল থেকে বের হলেই রিকশার জন্য আমাদের বাস ঠিকমতো ঘুরতেই পারত না, এমনকি আসতে যেতে অনেক সময় লেগে যেত। ইদানীং অবস্থার অনেক উন্নতি হয়েছে।
এদিকে, রিকশার লেন উচ্ছেদ করে পুরো রাস্তা যানবাহন চলাচলে পুলিশ কতটুকু ধরে রাখতে পারে সেটি হয়তো সময়ই বলে দেবে—এমন মন্তব্য করেছেন পূর্ব রাজাবাজারের বাসিন্দা মনির হোসেন।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, সড়কটির ফুটপাত দখলমুক্ত করতে সপ্তাহব্যাপী পুলিশ কাজ করছে। এর মধ্যে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা অন্তত ৬১টি রিকশা বিরুদ্ধে ডাম্পিংসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে