বাস ভাড়া কমানোর দাবি, মানা না হলে নারায়ণগঞ্জে হরতালের ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image
বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মশাল মিছিল করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এই মিছিল হয়। দাবি মানা না হলে ১৭ তারিখ আধা বেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।

মিছিলের পর সংক্ষিপ্ত সভায় ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জসহ সকল রুটে বাসের ভাড়া কমিয়ে আনার দাবি জানাচ্ছি আমরা। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫ টাকা এবং অন্যান্য রুটের বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের বাস ভাড়া হাফ করতে হবে। ৫ আগস্টে আন্দোলনের পর যারা এখনো অপকর্ম করছে তারা মাফিয়াদের উচ্ছিষ্টভোগী। বাসের মালিক নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশাসন নানান টালবাহানা করছে। আগামী ১৫ তারিখের মধ্যে যদি বাসের ভাড়া কমানো না হয়, তাহলে ১৭ তারিখ নারায়ণগঞ্জে আধা বেলা হরতাল পালন করা হবে। দাবি আদায় না করে মাঠ ছাড়ব না।’

বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রফিউর রাব্বী প্রশাসনের উদ্দেশে বলেন, ‘এই পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক সেটা আমরা চাই। এই সরকারের আমলে যদি ১৭ তারিখ হরতাল হয়, তাহলে সেটা হবে এই সরকারের আমলে প্রথম হরতাল। সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাব। মাফিয়াদের রক্ষা করা প্রশাসনের দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব জনগণের কথা শোনা। সুতরাং গণদাবির প্রতি সম্মান রেখে ১৫ নভেম্বরের আগে বাস ভাড়া কমিয়ে আনবেন।’

সমাবেশ শেষে মশাল মিছিল বের করেন যাত্রী অধিকার ফোরামের নেতারা। মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর রেলগেট, এক নম্বর রেলগেট ঘুরে কালীবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত