রাজবাড়ীতে ৮ জেলেকে কারাদণ্ড, ৭২ কেজি মা ইলিশ জব্দ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১০: ১০
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০: ২৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে আট জেলেকে কারাদণ্ড ও দুই জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক এবং ৭২ কেজি মা ইলিশ ও জাল জব্দ করেছে জেলার মৎস্য বিভাগ। 

রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ৭২ কেজি মা ইলিশ এতিমখানায় দেওয়া হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। 

মোস্তফা আল রাজীব আরও বলেন, গত ১৩ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত পদ্মায় অভিযান চালিয়ে ৬১ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে ৬৭ হাজার ৪০০ টাকা। জব্দ করা হয়েছে ৭৪৯ কেজি মাছ এবং বিপুল পরিমাণ জাল। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা ও মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত