খিলগাঁওয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ২২: ৫৪
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০০: ৪৭

রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২)। এ ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৯ অক্টোবর রাতে রাজধানীর খিলগাঁওয়ে কনস্ট্রাকশন সল্যুশনস নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে ঢুকে রাসেলসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে।

পরে একটি ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় তেত্রিশ লাখ টাকার মালামাল, একটি মোটরসাইকেল ও ১৫টি মোবাইলফোন নিয়ে যায়। মোটরসাইকেলটি কুমিল্লা হাইওয়েতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে দাউদকান্দি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে হাইওয়ে পুলিশ গত ৯ অক্টোবর মোটরসাইকেলটি উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে খিলগাঁও থানায় রুজু করা ডাকাতি মামলায় রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হলে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত