প্রতিনিধি (গাজীপুর) টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার মেধা বিকাশ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থী নোমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত পয়লা জুলাই এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে প্রধান শিক্ষকের কাছে সাত হাজার টাকা দেয় নোমান। পরে ফরম পূরণ করার পরও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাইনি নোমান। ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও নোমানের প্রবেশ পত্র দেয়নি প্রধান শিক্ষক। পরে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পেয়ে যাবে বলে আশ্বাস দেন ওই শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে শিক্ষার্থী নোমান জানতে পারে তার ফরম ফিলাপ করা হয়নি।
শিক্ষার্থী নোমান জানান, তার পিতা মাতা ভোলায় থাকেন। তিনি উত্তর আউচপাড়া এলাকায় একটি মেসে থেকে চাকরির পাশাপাশি লেখাপড়া করতেন। সে গাজীপুরা এলাকায় একটি মাদ্রাসায় পড়তেন। পরে এক বছর বিরতি দিয়ে মেধা বিকাশ আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন।
অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নোমানের ফরম পূরণ করাতে ভুলে গিয়েছিলাম। নোমানের সঙ্গে কথা বলেছি। আগামীতে আবারো পরিক্ষা দেয়ার জন্য তাকে বলেছি। আগামী বছর স্কুল ও ফরম পূরণের যাবতীয় ব্যয় আমি বহন করব।
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার মেধা বিকাশ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থী নোমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত পয়লা জুলাই এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে প্রধান শিক্ষকের কাছে সাত হাজার টাকা দেয় নোমান। পরে ফরম পূরণ করার পরও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাইনি নোমান। ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও নোমানের প্রবেশ পত্র দেয়নি প্রধান শিক্ষক। পরে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পেয়ে যাবে বলে আশ্বাস দেন ওই শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে শিক্ষার্থী নোমান জানতে পারে তার ফরম ফিলাপ করা হয়নি।
শিক্ষার্থী নোমান জানান, তার পিতা মাতা ভোলায় থাকেন। তিনি উত্তর আউচপাড়া এলাকায় একটি মেসে থেকে চাকরির পাশাপাশি লেখাপড়া করতেন। সে গাজীপুরা এলাকায় একটি মাদ্রাসায় পড়তেন। পরে এক বছর বিরতি দিয়ে মেধা বিকাশ আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন।
অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নোমানের ফরম পূরণ করাতে ভুলে গিয়েছিলাম। নোমানের সঙ্গে কথা বলেছি। আগামীতে আবারো পরিক্ষা দেয়ার জন্য তাকে বলেছি। আগামী বছর স্কুল ও ফরম পূরণের যাবতীয় ব্যয় আমি বহন করব।
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
৪ মিনিট আগেসাতক্ষীরার তালায় রাইস কুকারে পানি গরম করার সময় মায়ের কোলে থাকা শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির মা। আজ সোমবার দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেবগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।
১৮ মিনিট আগেছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
৪১ মিনিট আগে