ঢামেক প্রতিনিধি
রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে শাহবাগ থানার পুলিশ সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জানা যায়, সাকিবের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামে। বাবার নাম আব্দুল মালেক। ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র তিনি। থাকতেন সার্জেন্ট জহুরুল হক হলে।
শাহবাগ থানার এসআই পলাশ সাহা জানান, গতকাল রাতে সাকিবের নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী। এরপর ফোন নম্বর ট্র্যাকিং করে লোকেশন পাওয়া যায় সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেল। রাত ২টার দিকে হোটেলে গিয়ে রেজিস্ট্রেশনে তাঁর নাম পাওয়া যায়। তখন হোটেলটির দ্বিতীয় তলায় ১০৭ নম্বর রুমে গিয়ে তাঁকে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে রুমের দরজা ভাঙা হয়। ভেতরে ঢুকে দেখা যায় ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন আদনান।
স্বজন ও বন্ধুদের বরাত দিয়ে এসআই পলাশ জানান, সাকিব দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সবকিছুই ভুলে যেতেন তিনি। এসব কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পরিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিল না। ফোনে কল হলেও রিসিভ করছিলেন না তিনি।
এসআই জানান, হোটেলের রেজিস্ট্রেশনে দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ওই আবাসিক হোটেলের ১০৭ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তথ্য দিয়ে উঠেছেন। একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়েছে কক্ষ থেকে, যাতে তাঁর মৃত্যুতে কারও দোষ নেই বলে লিখে গেছেন। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হলেও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে শাহবাগ থানার পুলিশ সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জানা যায়, সাকিবের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামে। বাবার নাম আব্দুল মালেক। ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র তিনি। থাকতেন সার্জেন্ট জহুরুল হক হলে।
শাহবাগ থানার এসআই পলাশ সাহা জানান, গতকাল রাতে সাকিবের নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী। এরপর ফোন নম্বর ট্র্যাকিং করে লোকেশন পাওয়া যায় সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেল। রাত ২টার দিকে হোটেলে গিয়ে রেজিস্ট্রেশনে তাঁর নাম পাওয়া যায়। তখন হোটেলটির দ্বিতীয় তলায় ১০৭ নম্বর রুমে গিয়ে তাঁকে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে রুমের দরজা ভাঙা হয়। ভেতরে ঢুকে দেখা যায় ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন আদনান।
স্বজন ও বন্ধুদের বরাত দিয়ে এসআই পলাশ জানান, সাকিব দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সবকিছুই ভুলে যেতেন তিনি। এসব কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পরিবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিল না। ফোনে কল হলেও রিসিভ করছিলেন না তিনি।
এসআই জানান, হোটেলের রেজিস্ট্রেশনে দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ওই আবাসিক হোটেলের ১০৭ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তথ্য দিয়ে উঠেছেন। একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়েছে কক্ষ থেকে, যাতে তাঁর মৃত্যুতে কারও দোষ নেই বলে লিখে গেছেন। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হলেও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
১ মিনিট আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
১১ মিনিট আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৮ ঘণ্টা আগে