স্বাক্ষর জালিয়াতি: রিমান্ডে জবি শিক্ষার্থী সজিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১৮: ৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষর জাল ও সিল নকল করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী সজিব আহমেদকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। 
 
বিকেলে তাকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা-পুলিশ। একই সঙ্গে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) হাসান মাতুব্বর।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী সজিব আহমেদ প্রতারণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও উপ উপাচার্যের সিল ও স্বাক্ষর জাল করে গত ২৩ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবরে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে ইসলামিক স্টাডিজ থেকে অন্য সাধারণ বিষয়ে মাইগ্রেশনের জন্য একটি আবেদন বিশ্ববিদ্যালয় আইটি অফিসে জমা দেন। এ ঘটনার বিষয়টি পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যায়ের প্রক্টর ড. মোস্তফা কামাল কোতোয়ালি থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সজিব আহমেদকে হেফাজতে নেন এবং তাঁর কাছ থেকে জাল সিল ও স্বাক্ষর সংবলিত পৃষ্ঠা ও অন্যান্য কাগজপত্র জব্দ করেন। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত