সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাভার আশুলিয়ার শ্রমিকনেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের শিমুলতলা এলাকায় এই মানববন্ধন করা হয়।
গতকাল বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন্স (বিডি) লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে মৃত তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন খুলনার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) এবং রংপুরের গঙ্গাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)। তাঁরা দুজনেই কারখানার শ্রমিক। এ ছাড়া স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী মো. মিঠু (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, ‘ঘটনা সাড়ে পাঁচটায়, অথচ রাত আটটার পরে তাঁদের বোধগম্য হয়েছে যে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। এর আগে ফায়ার সার্ভিস, পুলিশ কাউকেই কিছু জানানো হয়নি। প্রতিবার এই ধরনের ঘটনা ঘটে মালিকদের উদাসীনতায়। মালিকেরা লাভের নেশায় মত্ত থাকেন, তারপর সেটাকে দুর্ঘটনা বলে চালানো হয়। আমরা বলতে চাই, এটা কোনো দুর্ঘটনা না। এটা হত্যাকাণ্ড। আমরা এর বিচার চাই। যারা মারা গেছেন, সবাই শ্রমিক ছিলেন। আইন অনুযায়ী আমরা তাঁদের সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি করছি।’
মানববন্ধনে শ্রমিকনেতারা বলেন, ‘মালিকের উদাসীনতার কারণে এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিনজনের মধ্যে দুজন ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তাঁরা কীভাবে সেপটিক ট্যাংকের ভেতর গেল। আমরা ধারণা করছি জোরপূর্বক তাঁদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল।’
নিটিং ফ্যাশন্স (বিডি) লিমিটেডে গতকাল বেলা তিনটার দিকে সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হন তিন শ্রমিক। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ওই শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাভার আশুলিয়ার শ্রমিকনেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের শিমুলতলা এলাকায় এই মানববন্ধন করা হয়।
গতকাল বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন্স (বিডি) লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে মৃত তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন খুলনার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) এবং রংপুরের গঙ্গাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)। তাঁরা দুজনেই কারখানার শ্রমিক। এ ছাড়া স্থানীয় পরিচ্ছন্নতাকর্মী মো. মিঠু (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, ‘ঘটনা সাড়ে পাঁচটায়, অথচ রাত আটটার পরে তাঁদের বোধগম্য হয়েছে যে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। এর আগে ফায়ার সার্ভিস, পুলিশ কাউকেই কিছু জানানো হয়নি। প্রতিবার এই ধরনের ঘটনা ঘটে মালিকদের উদাসীনতায়। মালিকেরা লাভের নেশায় মত্ত থাকেন, তারপর সেটাকে দুর্ঘটনা বলে চালানো হয়। আমরা বলতে চাই, এটা কোনো দুর্ঘটনা না। এটা হত্যাকাণ্ড। আমরা এর বিচার চাই। যারা মারা গেছেন, সবাই শ্রমিক ছিলেন। আইন অনুযায়ী আমরা তাঁদের সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি করছি।’
মানববন্ধনে শ্রমিকনেতারা বলেন, ‘মালিকের উদাসীনতার কারণে এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিনজনের মধ্যে দুজন ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তাঁরা কীভাবে সেপটিক ট্যাংকের ভেতর গেল। আমরা ধারণা করছি জোরপূর্বক তাঁদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল।’
নিটিং ফ্যাশন্স (বিডি) লিমিটেডে গতকাল বেলা তিনটার দিকে সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হন তিন শ্রমিক। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ওই শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৫ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২৯ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৩৩ মিনিট আগে