শিবচর (মাদারীপুর) মাদারীপুর
ফরিদপুরে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। এতে মাদারীপুর থেকে ফরিদপুর রুটের বাসসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই ধর্মঘট চলবে আজ শুক্রবার সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। এদিকে ফরিদপুরে যেতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, ফরিদপুর সদর থেকে মাদারীপুর সদর পর্যন্ত কোনো পরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা জরুরি প্রয়োজনে বাড়তি টাকা খরচ করে মাদারীপুর থেকে ভেঙে বিকল্প সড়কে ফরিদপুরে যাচ্ছেন বলে জানা গেছে।
ফরিদপুরগামী যাত্রীরা জানান, সকাল থেকে চেষ্টা করেও ফরিদপুরে যেতে পারছেন না তাঁরা। চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজে ফরিদপুরে যেতে না পেরে বাড়ি ফিরে গেছে অসংখ্য মানুষ।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে এক্সপ্রেসওয়েতে অবস্থান করে ঢাকা এবং দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় ঢাকাগামী যাত্রীদের সংখ্যা কম দেখা গেছে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্ট্যান্ডে। এ ছাড়া সার্ভিস সড়কে থ্রি-হুইলারও চলতে দেখা গেছে। শিবচরের পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যানবাহন চলছে।
যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাই। কিন্তু ফরিদপুরের গাড়ি পাইনি। কোনো সিএনজি অটোরিকশা বা ইজিবাইকও নেই যে বিকল্প উপায়ে যাব। অনেক যাত্রী বাড়ি ফিরে গেছেন।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে শুক্রবার এক্সপ্রেসওয়েতে ফরিদপুরগামী যানবাহন নেই। তবে দূরপাল্লার সব যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে সার্বিক নিরাপত্তার জন্য শনিবার হাইওয়েতে পুলিশের বাড়তি তৎপরতা থাকবে।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘ফরিদপুরে বিএনপির সমাবেশ নষ্ট করার জন্য সরকারি দলের লোকজন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু আমাদের নেতা-কর্মী ও জনগণকে কোনোভাবেই ফরিদপুরে যাওয়া আটকাতে পারবে না। আমরা আমাদের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সঠিক সময়ে গিয়ে ফরিদপুরের সমাবেশ সফল করব।’
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা বিএনপির সমাবেশ বানচাল করার উদ্দেশ্য নিয়ে বাস চলাচল বন্ধ করিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দুই দিন মাদারীপুর থেকে ফরিদপুরে কোনো যানবাহন ছেড়ে যাবে না।’
ফরিদপুরে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। এতে মাদারীপুর থেকে ফরিদপুর রুটের বাসসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই ধর্মঘট চলবে আজ শুক্রবার সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। এদিকে ফরিদপুরে যেতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, ফরিদপুর সদর থেকে মাদারীপুর সদর পর্যন্ত কোনো পরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা জরুরি প্রয়োজনে বাড়তি টাকা খরচ করে মাদারীপুর থেকে ভেঙে বিকল্প সড়কে ফরিদপুরে যাচ্ছেন বলে জানা গেছে।
ফরিদপুরগামী যাত্রীরা জানান, সকাল থেকে চেষ্টা করেও ফরিদপুরে যেতে পারছেন না তাঁরা। চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজে ফরিদপুরে যেতে না পেরে বাড়ি ফিরে গেছে অসংখ্য মানুষ।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে এক্সপ্রেসওয়েতে অবস্থান করে ঢাকা এবং দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় ঢাকাগামী যাত্রীদের সংখ্যা কম দেখা গেছে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্ট্যান্ডে। এ ছাড়া সার্ভিস সড়কে থ্রি-হুইলারও চলতে দেখা গেছে। শিবচরের পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যানবাহন চলছে।
যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাই। কিন্তু ফরিদপুরের গাড়ি পাইনি। কোনো সিএনজি অটোরিকশা বা ইজিবাইকও নেই যে বিকল্প উপায়ে যাব। অনেক যাত্রী বাড়ি ফিরে গেছেন।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে শুক্রবার এক্সপ্রেসওয়েতে ফরিদপুরগামী যানবাহন নেই। তবে দূরপাল্লার সব যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে সার্বিক নিরাপত্তার জন্য শনিবার হাইওয়েতে পুলিশের বাড়তি তৎপরতা থাকবে।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘ফরিদপুরে বিএনপির সমাবেশ নষ্ট করার জন্য সরকারি দলের লোকজন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু আমাদের নেতা-কর্মী ও জনগণকে কোনোভাবেই ফরিদপুরে যাওয়া আটকাতে পারবে না। আমরা আমাদের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সঠিক সময়ে গিয়ে ফরিদপুরের সমাবেশ সফল করব।’
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা বিএনপির সমাবেশ বানচাল করার উদ্দেশ্য নিয়ে বাস চলাচল বন্ধ করিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দুই দিন মাদারীপুর থেকে ফরিদপুরে কোনো যানবাহন ছেড়ে যাবে না।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে