বিভিন্ন হাসপাতালে আট দিনে ২৩০ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ২০: ০৩

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ডেঙ্গু রোগী। আট দিনে ২৩০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর বেশির ভাগই রাজধানী ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের সবগুলোই রাজধানী ঢাকায়। গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগী ভর্তি হন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন সর্বমোট ১৫১ জন। আর রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ১৪৯ জন এবং অন্যান্য বিভাগে দুজন।

চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে গতকাল ৮ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৬০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪৫০ জন। মশক নিধন এবং এডিস মশার জন্ম কমাতে ঢাকার দুই ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয় থেকেও কঠোর হুঁশিয়ারি করা হয়েছে। রাজধানীতে এডিস বিরোধী অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে সিটি করপোরেশন। অফিস, বাসাবাড়ি, কিংবা খোলা মাঠে যাতে স্বচ্ছ পানি জমে না থাকে সেদিকে নাগরিকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত