Ajker Patrika

ঢাকা মেডিকেল: পরিচালকের অনুমতি ছাড়া কথা বলা নিষেধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৮ জুন ২০২৪, ২১: ৫৫
ঢাকা মেডিকেল: পরিচালকের অনুমতি ছাড়া কথা বলা নিষেধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরোনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের অবশ্যই অনুমতি নিতে হবে। 

আজ শনিবার চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যম ব্যক্তিরা হাসপাতালে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাঁদের সঙ্গে আমরা আনসার সদস্যদের দিয়ে দেব, তাঁরা সেখানে গিয়ে নিউজ সংগ্রহ করবেন। 

‘এ ছাড়া সাংবাদিকদেরও নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরোনো নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি। সব চাইতে বড় কথা হলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাংবাদিকেরা হাসপাতালের অথোরিটির সঙ্গে কথা বলতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী পরিচালকের অনুমতি ব্যতীত কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না।’ 

পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয়ে আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। আবার দেখা যায় একই বিষয় নিয়ে সাংবাদিকেরা হাসপাতালে অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে সেই ব্যক্তি আরেকভাবে উপস্থাপন করল। তাহলে বিষয়গুলো অন্য রকম হয়ে যায়। সাংবাদিকদের সুবিধার জন্যই অথোরিটির সঙ্গে কথা বলতে হবে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার ৬০০ শয্যার। রোগী থাকে তিন গুণ এর চেয়েও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকে; চিকিৎসকেরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায় মোবাইল নিয়ে কোনো সাংবাদিক জরুরি বিভাগে প্রবেশ করে ছবি তুলতে থাকে। রোগীদেরও একটি মানবাধিকার বিষয় আছে। তখন হুরহুর করে সাংবাদিকেরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হয়। 

এর জন্যে পুরোনো নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত