ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরোনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের অবশ্যই অনুমতি নিতে হবে।
আজ শনিবার চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যম ব্যক্তিরা হাসপাতালে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাঁদের সঙ্গে আমরা আনসার সদস্যদের দিয়ে দেব, তাঁরা সেখানে গিয়ে নিউজ সংগ্রহ করবেন।
‘এ ছাড়া সাংবাদিকদেরও নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরোনো নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি। সব চাইতে বড় কথা হলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাংবাদিকেরা হাসপাতালের অথোরিটির সঙ্গে কথা বলতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী পরিচালকের অনুমতি ব্যতীত কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না।’
পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয়ে আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। আবার দেখা যায় একই বিষয় নিয়ে সাংবাদিকেরা হাসপাতালে অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে সেই ব্যক্তি আরেকভাবে উপস্থাপন করল। তাহলে বিষয়গুলো অন্য রকম হয়ে যায়। সাংবাদিকদের সুবিধার জন্যই অথোরিটির সঙ্গে কথা বলতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার ৬০০ শয্যার। রোগী থাকে তিন গুণ এর চেয়েও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকে; চিকিৎসকেরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায় মোবাইল নিয়ে কোনো সাংবাদিক জরুরি বিভাগে প্রবেশ করে ছবি তুলতে থাকে। রোগীদেরও একটি মানবাধিকার বিষয় আছে। তখন হুরহুর করে সাংবাদিকেরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হয়।
এর জন্যে পুরোনো নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরোনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের অবশ্যই অনুমতি নিতে হবে।
আজ শনিবার চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যম ব্যক্তিরা হাসপাতালে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাঁদের সঙ্গে আমরা আনসার সদস্যদের দিয়ে দেব, তাঁরা সেখানে গিয়ে নিউজ সংগ্রহ করবেন।
‘এ ছাড়া সাংবাদিকদেরও নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরোনো নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি। সব চাইতে বড় কথা হলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাংবাদিকেরা হাসপাতালের অথোরিটির সঙ্গে কথা বলতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী পরিচালকের অনুমতি ব্যতীত কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না।’
পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয়ে আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। আবার দেখা যায় একই বিষয় নিয়ে সাংবাদিকেরা হাসপাতালে অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে সেই ব্যক্তি আরেকভাবে উপস্থাপন করল। তাহলে বিষয়গুলো অন্য রকম হয়ে যায়। সাংবাদিকদের সুবিধার জন্যই অথোরিটির সঙ্গে কথা বলতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার ৬০০ শয্যার। রোগী থাকে তিন গুণ এর চেয়েও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকে; চিকিৎসকেরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায় মোবাইল নিয়ে কোনো সাংবাদিক জরুরি বিভাগে প্রবেশ করে ছবি তুলতে থাকে। রোগীদেরও একটি মানবাধিকার বিষয় আছে। তখন হুরহুর করে সাংবাদিকেরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হয়।
এর জন্যে পুরোনো নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।
সিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
২ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
১২ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৯ মিনিট আগে