শতাধিক দোকান উচ্ছেদ করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২০: ৩৮
Thumbnail image

ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির ২৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন আগারগাঁও মাহবুব-মোর্শেদ সরণির প্রধান সড়কের দুই পাশের ফুটপাতে গড়ে ওঠা এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। 

আজ মঙ্গলবার রাতে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে ডিএনসিসির অভিযানে ফুটপাত দখল করে রাখা ১০০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। 

মোতাকাব্বীর আহমেদ বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত