বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে গেলে কোন আপত্তি নাই: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ২১: ১৫

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অন্য দেশ নিয়ে গেলে কোন আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাজধানীতে পররাষ্ট্র ভবনে আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে চা-চক্রের আলাপচারিতায় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 

রোহিঙ্গা নেতা মুহিব উল্লার পরিবারের কানাডা যাওয়া নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘বেচারাকে মেরে ফেলেছে দুষ্টু লোকেরা। সে চাইছিল রোহিঙ্গারা ফেরত যাক। যারা চায় না, সেই কন্সপিরেটররা (ষড়যন্ত্রকারীরা) তাঁকে মেরে ফেলে।’ 

তিনি বলেন, ‘এটি সুখবর মুহিব উল্লার পরিবারকে বিদেশে নিয়ে গেছে। তাঁরা যথেষ্ট আতঙ্কের মধ্যে অনেক দিন ধরে ছিল। আমরা চাই যত রোহিঙ্গা রয়েছে (১১ লাখ), তাঁদের সবাইকে নিয়ে যাক, আমাদের কোন আপত্তি নেই।’ 

ইউক্রেনের শরণার্থীর উদাহরণ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে দেখেন, সবাইকে...ফ্রান্স তিন লাখ, হমুক একবারে সাথে সাথে ডিক্লেয়ার (ঘোষণা), আমাদের এগুলোকে নিয়ে যায় না কেন। এ সবগুলো (রোহিঙ্গা) নিয়ে যাক, আমাদের কোন আপত্তি নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত