ডেঙ্গুতে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১৩: ২০
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৫: ২৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম রুদ্র চন্দ্র সরকার। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

আজ শুক্রবার নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রথম সেমিস্টার পরীক্ষা শেষের বন্ধে অসুস্থ অবস্থায় বাড়ি যান রুদ্র। গত ২২ ‍জুলাই থেকে অসুস্থ ছিলেন তিনি। প্রথমে রংপুরের ডক্টর ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল তাঁকে। পরে অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ডেঙ্গু হলেও পরে কিডনিতে সমস্যা ও নিউমোনিয়া ধরা পড়ে। গতকাল রাতে কোমায় চলে যান তিনি। তাঁর গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়। 

রুদ্রের সহপাঠী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ণব সরকার বলেন, ‘গত ২২ তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন রুদ্র। এরপর ক্লাস পরীক্ষা শেষ করে বাড়ি চলে যান। তাঁর সঙ্গে যোগাযোগ করার পর জানতে পারি, রুদ্র রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।’ 

এদিকে রুদ্রের মৃত্যুতে পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত