সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জনস্বাস্থ্য ঝুঁকিতে: সেমিনারে বক্তারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ০৬

সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বিশেষ করে খোলা ডাম্পিং, বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) বর্জ্য দূষণ এবং যত্রতত্র ময়লা ফেলার কারণে আশপাশের মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। 

আজ বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘শহরগুলিতে সুস্বাস্থ্যে সমতা: ঢাকাকে সুন্দরের পথে পরিচালনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। সেমিনারের আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ বিভাগ। 

সেমিনারে বক্তারা বলেন, অপর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবে বর্জ্য শ্রমিকেরা ক্ষতির সম্মুখীন হয়। বর্জ্য দূষণে শ্রমিকেরা শ্বাসনালি রোগ, নিউমোনিয়া, ডায়রিয়া, চর্মরোগ, মাথাব্যথা এবং ক্ষুধা হ্রাসের মতো সমস্যায় ভোগে। বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনসহ রাষ্ট্রীয় সংস্থা গুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগরীর স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (স্বাস্থ্য অর্থনীতি) জাহিদুল কাইয়ুম বলেন, ‘সময়ের সঙ্গে শহরে আবাসন বাড়লেও বর্জ্য ব্যবস্থার সুবিধা রাখা হয়নি। পর্যাপ্ত পরিমাণ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নেই। নগর স্বাস্থ্যের জন্য শুধু স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করলে হবে না, স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত করতে হবে। এর জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।’ 

সেমিনারে প্রথম সেশনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা তথ্য তুলে ধরেন- সেভ দ্য চিলড্রেনের কারিগরি বিশেষজ্ঞ (গবেষণা ও বিশ্লেষণ) উজ্জল চৌধুরী ও ব্র্যাকের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ বিভাগের রিসার্চ অ্যাসোসিয়েট আনিসুর রহমান বায়েজিদ। 

সেমিনারের দ্বিতীয় সেশনে ঢাকার জলাবদ্ধতা নিয়ে গবেষণা তথ্য তুলে ধরেন ব্র্যাকের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ বিভাগের রিসার্চ অ্যাসোসিয়েট খাদিজাতুল কোবরা নাহিন ও সাবরিনা মুস্তাবির জাগিরদার। 

জলাবদ্ধতার কারণগুলোর মধ্যে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। ওই সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশ নেয়-জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত ও ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান সুজিত কুমার বালা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত