গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুরে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও বিকল্প উপায়ে ট্রেন চালু রাখা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, আজ ৫টা ২৫ মিনিটে সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে চার নম্বর লাইন থেকে নিয়মিত লাইনে ওঠার সময় ইঞ্জিনের পেছনের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়।
জয়দেবপুর স্টেশনের স্টেশন মাস্টার ইয়াজবা হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করে। অল্প কিছুদূর এগোনোর পর জয়দেবপুর-রাজবাড়ী সড়কের লেভেল ক্রসিংয়ের আগে ট্রেনের ইঞ্জিনটি লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়। এতে স্টেশনের ৪ ও ৫ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু স্টেশনের ১ ও দুই নম্বর লাইন সচল রয়েছে।’
ইয়াজবা হোসেন আরও বলেন, ‘স্টেশনের ১ ও ২ নম্বর লাইন দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের ট্রেন চলাচল করতে পারবে। তাই বিকল্প উপায়ে রোটেশন পদ্ধতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। শিগগির ইঞ্জিনটি উদ্ধার করে বন্ধ হওয়া লাইন দ্রুত চালু করা হবে।’
গাজীপুরের জয়দেবপুরে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও বিকল্প উপায়ে ট্রেন চালু রাখা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, আজ ৫টা ২৫ মিনিটে সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে চার নম্বর লাইন থেকে নিয়মিত লাইনে ওঠার সময় ইঞ্জিনের পেছনের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়।
জয়দেবপুর স্টেশনের স্টেশন মাস্টার ইয়াজবা হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করে। অল্প কিছুদূর এগোনোর পর জয়দেবপুর-রাজবাড়ী সড়কের লেভেল ক্রসিংয়ের আগে ট্রেনের ইঞ্জিনটি লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়। এতে স্টেশনের ৪ ও ৫ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু স্টেশনের ১ ও দুই নম্বর লাইন সচল রয়েছে।’
ইয়াজবা হোসেন আরও বলেন, ‘স্টেশনের ১ ও ২ নম্বর লাইন দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের ট্রেন চলাচল করতে পারবে। তাই বিকল্প উপায়ে রোটেশন পদ্ধতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। শিগগির ইঞ্জিনটি উদ্ধার করে বন্ধ হওয়া লাইন দ্রুত চালু করা হবে।’
ফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
৩৩ মিনিট আগেইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
৩ ঘণ্টা আগে