কদমতলী প্রতিনিধি, ঢাকা
বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানী কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি ৩০-৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে আসছিল। এটি মুন্সিখোলা আসার পর ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটি ভাঙচুর করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসের কয়েকজন যাত্রী জানান, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বোরাক পরিবহনের বাসটি। সাড়ে ৭টার দিকে মুন্সিখোলায় এলে ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটির গতি রোধ করে। এরপর তারা প্রথমে বাসটি ভাঙচুর করে, পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে ছুটে যান ওয়ারী বিভাগের ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুনীর আহম্মদসহ তাঁদের সদস্যরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চালক ইয়ার হোসেন বলেন, ‘কিছু বোঝার আগেই বাসটি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। আমি বাসে আগুন না দিতে অনেক অনুরোধ করি। কিন্তু তারা শোনেনি।’
টিআই মুনীর আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই এবং তাদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
এ ব্যাপারে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার বলেন, ‘আমরা ইতিমধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানী কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি ৩০-৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে আসছিল। এটি মুন্সিখোলা আসার পর ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটি ভাঙচুর করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসের কয়েকজন যাত্রী জানান, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বোরাক পরিবহনের বাসটি। সাড়ে ৭টার দিকে মুন্সিখোলায় এলে ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটির গতি রোধ করে। এরপর তারা প্রথমে বাসটি ভাঙচুর করে, পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে ছুটে যান ওয়ারী বিভাগের ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুনীর আহম্মদসহ তাঁদের সদস্যরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চালক ইয়ার হোসেন বলেন, ‘কিছু বোঝার আগেই বাসটি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। আমি বাসে আগুন না দিতে অনেক অনুরোধ করি। কিন্তু তারা শোনেনি।’
টিআই মুনীর আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই এবং তাদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
এ ব্যাপারে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার বলেন, ‘আমরা ইতিমধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১৭ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
২৯ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
৩৫ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
১ ঘণ্টা আগে