Ajker Patrika

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২১: ২৭
কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নবী হোসেনের ছেলে। 

র‍্যাব ১১–এর এএসপি সদন বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে বন্দীরা বিদ্রোহ করে কয়েকজন পালিয়ে যান। তাঁদের মধ্যে ছিলেন ফিরোজ। তিনি ২০০৬ সালে সালেহা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেন। 

এই ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফিরোজ। ২০১৪ সালে আদালত তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ২০২৩ সালে র‍্যাব ১১–এর একটি দল ফিরোজকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। পালিয়ে আসা ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত