নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। এই সরকার সংসদকে পাশ কাটিয়ে এ রকম একটা আইন করতে রাজিনা। সে কারণেই রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইন করার কথাও বলা আছে। আইন করা উচিত। আমিও বলি আইন হবে। তবে বর্তমান কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই এর মধ্যে আইন করা সম্ভব না।
তিনি বলেন, সার্চ কমিটিতে রয়েছেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ চারজন সাংবিধানিক পদধারী এবং দুজন সুশীল সমাজের। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। এই সার্চ কমিটি দশজনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ওই দশজনের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।
খালেদা জিয়ার বিদেশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই। এখন খালেদা জিয়া কারাগারে গিয়ে নতুন করে দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে এই অবস্থায় বিদেশে পাঠানোর সুযোগ নেই। এ ছাড়া খালেদা জিয়া এখানে সুচিকিৎসা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এই আইনে মামলা হওয়ার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। আর এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। এই সরকার সংসদকে পাশ কাটিয়ে এ রকম একটা আইন করতে রাজিনা। সে কারণেই রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইন করার কথাও বলা আছে। আইন করা উচিত। আমিও বলি আইন হবে। তবে বর্তমান কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই এর মধ্যে আইন করা সম্ভব না।
তিনি বলেন, সার্চ কমিটিতে রয়েছেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ চারজন সাংবিধানিক পদধারী এবং দুজন সুশীল সমাজের। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। এই সার্চ কমিটি দশজনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ওই দশজনের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।
খালেদা জিয়ার বিদেশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই। এখন খালেদা জিয়া কারাগারে গিয়ে নতুন করে দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে এই অবস্থায় বিদেশে পাঠানোর সুযোগ নেই। এ ছাড়া খালেদা জিয়া এখানে সুচিকিৎসা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এই আইনে মামলা হওয়ার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। আর এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
১৫ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
৩৫ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ ঘণ্টা আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১ ঘণ্টা আগে