ঘন কুয়াশায় ঢাকায় ৮ ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠা-নামা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১৬: ০০
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫২

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৮ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে এই অবস্থা ছিল।

আজকের পত্রিকাকে কামরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার জন্য ১০টি যাত্রীবাহী বিমান ও একটি কার্গো ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা, হায়দরাবাদ, কুয়ালালামপুর, ব্যাংককসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে। কুয়াশা কেটে আজ সকাল ৮টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।’

ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। এ ছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে, গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট।

পরে ফ্লাইটগুলো মঙ্গলবার সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়। 

রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, সামনের দিনে শীত আরও বাড়তে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত