সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন এবং এ সময় ভাঙচুর করা হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় এ ঘটনায় ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। আজ বুধবার রাত ৮টার দিকে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে হামলা চালিয়ে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুপক্ষের ইমন মিয়া, আরিফ হোসেন, মেহেদী হাসান, বাবুল মিয়া, সবুর খান ও আব্দুল জলিল আহত হয়।
এ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা হালিম মিয়া বলেন, ‘বিএনপি নেতা আব্দুর রউফের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালায় এবং আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।’
অপরদিকে বিএনপি নেতা আব্দুর রউফ বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় আমাদের লোকজন জড়িত নয়। আমাদের ওপর প্রথম হামলা চালানো হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন এবং এ সময় ভাঙচুর করা হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় এ ঘটনায় ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। আজ বুধবার রাত ৮টার দিকে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে হামলা চালিয়ে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুপক্ষের ইমন মিয়া, আরিফ হোসেন, মেহেদী হাসান, বাবুল মিয়া, সবুর খান ও আব্দুল জলিল আহত হয়।
এ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা হালিম মিয়া বলেন, ‘বিএনপি নেতা আব্দুর রউফের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালায় এবং আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।’
অপরদিকে বিএনপি নেতা আব্দুর রউফ বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় আমাদের লোকজন জড়িত নয়। আমাদের ওপর প্রথম হামলা চালানো হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
১৩ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
১৮ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
২১ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
২২ মিনিট আগে