গাজীপুর প্রতিনিধি
২৭ রমজান লাইলাতুল কদর উপলক্ষে গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। ব্যতিক্রমী এ উদ্যোগে প্রায় সাড়ে চার হাজার পরিবার এক দিনের জন্য গরুর গোশত রান্না করার সুযোগ পেয়েছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
সিটি করপোরেশনের সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) দিনভর মহানগরীর ৮টি অঞ্চলের ১১টি স্পটে ১১টি গরু জবাই করে ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করা হয়। প্রতিজন এক কেজি করে গোশত কেনার সুযোগ পেয়েছেন। বাজার থেকে বাছাই করে ৪০০ কেজির বেশি ওজনের গরু কিনে জবাই করে ভর্তুকি মূল্যে গোশত বিক্রি করা হয়।
সরেজমিন দেখা গেছে, আগ্রহী মানুষেরা লাইন ধরে গোশত কিনে নিচ্ছেন। তাঁরা পরিবারের সদস্যদের জন্য গরুর গোশত নিতে পারছেন—এ জন্য খুব খুশি। সিটি করপোরেশনের কর্মকর্তারা গোশত বিক্রির কাজ তদারক করেন।
জয়দেবপুর এলাকায় গোশত কিনে নেওয়ার সময় মধ্যবয়সী নারী আছিয়া খাতুন বলেন, বাড়িতে বৃদ্ধ স্বামী অসুস্থ। অনেক দিন তিনি গরুর গোশত খাওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু দাম বেশি হওয়ার গোশত কিনতে পারছিলেন না। আজ দাম কম হওয়ার সাহসে করে গোশত কিনতে এসেছেন। এ জন্য তিনি করপোরেশনের লোকদের কৃতজ্ঞতা জানান।
গাসিকের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গাজীপুর মহানগরী এলাকায় অনেক স্বল্প আয়ের মানুষ বসবাস করেন। বাজারে গরুর গোশতের দাম বেশি হওয়ায় নিয়মিত গোশত ক্রয় করে খেতে পারেন না। সে সব স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ও ২৭ রমজানকে সামনে রেখে তাঁরা যাতে গরুর গোশত খেতে পারেন তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বল্প আয়ের একজন মানুষ এক কেজি করে গরুর গোশত ক্রয় করতে পেয়েছেন। প্রতি কেজি গোশতের দাম নেওয়া হয়েছে ৫০০ টাকা। ৪০০ কেজি বা তার বেশি ওজনের ১১টি সুস্থ গরু ক্রয় করে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ কেজি করে বিক্রি করা হয়।
বাকি টাকা সিটি করপোরেশন থেকে ভর্তুকি দেওয়া হয়েছে। এর মাধ্যমে মহানগরীর প্রায় সাড়ে চার হাজার পরিবার একদিন অন্তত কমমূল্যে গরুর গোশত খাওয়ার স্বাদ পেল।
২৭ রমজান লাইলাতুল কদর উপলক্ষে গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। ব্যতিক্রমী এ উদ্যোগে প্রায় সাড়ে চার হাজার পরিবার এক দিনের জন্য গরুর গোশত রান্না করার সুযোগ পেয়েছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
সিটি করপোরেশনের সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) দিনভর মহানগরীর ৮টি অঞ্চলের ১১টি স্পটে ১১টি গরু জবাই করে ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করা হয়। প্রতিজন এক কেজি করে গোশত কেনার সুযোগ পেয়েছেন। বাজার থেকে বাছাই করে ৪০০ কেজির বেশি ওজনের গরু কিনে জবাই করে ভর্তুকি মূল্যে গোশত বিক্রি করা হয়।
সরেজমিন দেখা গেছে, আগ্রহী মানুষেরা লাইন ধরে গোশত কিনে নিচ্ছেন। তাঁরা পরিবারের সদস্যদের জন্য গরুর গোশত নিতে পারছেন—এ জন্য খুব খুশি। সিটি করপোরেশনের কর্মকর্তারা গোশত বিক্রির কাজ তদারক করেন।
জয়দেবপুর এলাকায় গোশত কিনে নেওয়ার সময় মধ্যবয়সী নারী আছিয়া খাতুন বলেন, বাড়িতে বৃদ্ধ স্বামী অসুস্থ। অনেক দিন তিনি গরুর গোশত খাওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু দাম বেশি হওয়ার গোশত কিনতে পারছিলেন না। আজ দাম কম হওয়ার সাহসে করে গোশত কিনতে এসেছেন। এ জন্য তিনি করপোরেশনের লোকদের কৃতজ্ঞতা জানান।
গাসিকের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গাজীপুর মহানগরী এলাকায় অনেক স্বল্প আয়ের মানুষ বসবাস করেন। বাজারে গরুর গোশতের দাম বেশি হওয়ায় নিয়মিত গোশত ক্রয় করে খেতে পারেন না। সে সব স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ও ২৭ রমজানকে সামনে রেখে তাঁরা যাতে গরুর গোশত খেতে পারেন তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বল্প আয়ের একজন মানুষ এক কেজি করে গরুর গোশত ক্রয় করতে পেয়েছেন। প্রতি কেজি গোশতের দাম নেওয়া হয়েছে ৫০০ টাকা। ৪০০ কেজি বা তার বেশি ওজনের ১১টি সুস্থ গরু ক্রয় করে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ কেজি করে বিক্রি করা হয়।
বাকি টাকা সিটি করপোরেশন থেকে ভর্তুকি দেওয়া হয়েছে। এর মাধ্যমে মহানগরীর প্রায় সাড়ে চার হাজার পরিবার একদিন অন্তত কমমূল্যে গরুর গোশত খাওয়ার স্বাদ পেল।
যশোরের অভয়নগরে ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে। তার নাম নাজমুল মোল্যা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নাজমুল মোল্যা উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মো. নাজিম মোল্যার ছেলে। সে সিদ্ধিপাশা ইনস্
২ মিনিট আগেঈদযাত্রায় সাত দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ২৮ মার্চ এক দিনে সর্বোচ্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়। সাত দিনে মোট টোল আদায় হয়েছে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকা।
২৭ মিনিট আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ঈদ আনন্দমিছিল ও ঈদের জামাত বিপুল জনসমাগমে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
১ ঘণ্টা আগেদোয়া শেষে ইমাম ইমদাদুল হককে ঘিরে ধরেন সাবেক যুবদল নেতা সৈকত হাসান ইকবাল ও তাঁর অনুসারীরা। অনুরোধের পরেও দোয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করার কারণ জানতে চান তাঁরা। একপর্যায়ে ইমামের সঙ্গে সৈকত হাসান উচ্চবাচ্য করেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। পরে অন্য মুসল্লিদের প্রতিবাদের মুখে
১ ঘণ্টা আগে