রাজধানীতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২৩, ২০: ৪৯
Thumbnail image

রাজধানীর মহাখালীর গুলশান-মহাখালী রোডের ওয়্যারলেস গেট এলাকায় চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার বলেন, দুপুরে শুরু হওয়া ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় ঢাকা মেট্রো-গ-২৮-৬২৭৫ নম্বরের গাড়ির ওপর গাছটি ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে গাড়িটি উদ্ধার করে।

গাড়ির ওপর গাছ ভেঙে পড়ার ঘটনায় যানচলাচল বন্ধ হয়ে গিয়েছিলরোজিনা আক্তার আরও বলেন, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে এক ঘণ্টার চেষ্টায় গাছটি সরানো হয়। এতে কেউ হতাহত হননি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত