রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ধাক্কায় মাশরুফুল হাসান (১০) নামে এক শিশু মারা গেছে। সে একটি মাদ্রাসায় পড়ত। 

আজ রোববার বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে পথচারী মো. তানভীর হোসেন বলেন, কামরাঙ্গিরচর খালপাড়ে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পরে যায়। তখন একটি মালবাহী ভ্যানগাড়ি ওই শিশুটির গলার ওপড় দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

হাসপাতালে শিশুটির বাবা মো. মামুন মিয়া বলেন, ‘তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীচর দশতলা এলাকায় থাকে। কামরাঙ্গীচর নুরিয়া মাদ্রাসায় নজরানাতে পড়াশোনা করত মাশরুফুল।’ 

মামুন আরও বলেন, সকালে বাসা থেকে আলু কিনতে বের হয় মাশরুফুল হাসান। পরে জানতে পারি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। পরে হাসপাতালে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত