Ajker Patrika

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২০
রায়পুরায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে রেখা বেগম (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে হাঁটুভাঙ্গা ও খানাবাড়ী রেলস্টেশনের মাঝামাঝি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেখা বেগম উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া গ্রামে বসবাস করতেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু হয়। তিনি প্রায় ৫০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যতদূর জানতে পেরেছি, ওই বৃদ্ধার বিয়ে হয়নি। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

সকালে এগারোসিন্দুর ট্রেনে কাটা পড়ে ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করতে আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া ঘটনাস্থলে এসে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারকে দিয়ে দেয়ার জন্য অনুরোধ করে। এখন বিষয়টি নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত