নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলেজ ফান্ডের ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবার ফেঁসে গেলেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। এই ঘটনায় কলেজটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহবুবুর রহমান, অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ আটজনের নামে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে চার্জশিট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। শিগগিরই তা আদালতে দাখিল করা হবে বলে জানান এই কর্মকর্তা।
নিয়মবহির্ভূতভাবে কলেজ ফান্ডের ২৪ কোটি ২৯ লাখ টাকা কলেজটির প্রধান হিসাবরক্ষক আকরাম মিয়ার ব্যক্তিগত হিসাবে এফডিআর করে রাখেন। এফডিআরের বৈধ উৎসের ব্যাখ্যা দিতে না পারায় অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়।
এই ঘটনায় ২০২৩ সালের ২০ নভেম্বর কলেজটির প্রধান হিসাবরক্ষক আকরাম মিয়াকে আসামি করে মামলা দায়ের করে দুদক।
দীর্ঘ তদন্তে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চার্জশিটভুক্ত করা হয় মো. মাহবুবুর রহমান মোল্লা, কলেজটির অধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ নয়ন, ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আফরোজা বেগম, অভিভাবক সদস্য মাহফুজা রহমান বীণা ও ওমর ফারুক, কলেজের সহকারী অধ্যাপক কানিজ ফাতিমা সাফিয়া ও মাতুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন মিয়াকে।
দুদক সূত্রে জানা গেছে, ড. মাহবুবুর রহমান কলেজের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আকরাম মিয়ার নামে বেসিক ব্যাংকের মাতুয়াইল শাখায় ২০২২ সালের ৭ মার্চ পর্যন্ত পাঁচটি এফডিআর হিসাব খোলা হয়। হিসাবগুলোতে ২৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকা কলেজ ফান্ড থেকে স্থানান্তর করা হয়।
দুদক সূত্র জানায়, কলেজ ফান্ডের টাকা কলেজের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে থাকার কথা। নিয়ম ভেঙে কোনো কর্মচারীর ব্যক্তিগত হিসেবে রাখার সুযোগ নেই।
আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে দুদক আইন, ২০০৪–এর ২৭ (১) ধারা এবং অবৈধ উৎস গোপন করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যম মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) এবং দণ্ডবিধি ১০৯,৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
কলেজ ফান্ডের ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবার ফেঁসে গেলেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। এই ঘটনায় কলেজটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহবুবুর রহমান, অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ আটজনের নামে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে চার্জশিট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। শিগগিরই তা আদালতে দাখিল করা হবে বলে জানান এই কর্মকর্তা।
নিয়মবহির্ভূতভাবে কলেজ ফান্ডের ২৪ কোটি ২৯ লাখ টাকা কলেজটির প্রধান হিসাবরক্ষক আকরাম মিয়ার ব্যক্তিগত হিসাবে এফডিআর করে রাখেন। এফডিআরের বৈধ উৎসের ব্যাখ্যা দিতে না পারায় অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়।
এই ঘটনায় ২০২৩ সালের ২০ নভেম্বর কলেজটির প্রধান হিসাবরক্ষক আকরাম মিয়াকে আসামি করে মামলা দায়ের করে দুদক।
দীর্ঘ তদন্তে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চার্জশিটভুক্ত করা হয় মো. মাহবুবুর রহমান মোল্লা, কলেজটির অধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ নয়ন, ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আফরোজা বেগম, অভিভাবক সদস্য মাহফুজা রহমান বীণা ও ওমর ফারুক, কলেজের সহকারী অধ্যাপক কানিজ ফাতিমা সাফিয়া ও মাতুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন মিয়াকে।
দুদক সূত্রে জানা গেছে, ড. মাহবুবুর রহমান কলেজের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আকরাম মিয়ার নামে বেসিক ব্যাংকের মাতুয়াইল শাখায় ২০২২ সালের ৭ মার্চ পর্যন্ত পাঁচটি এফডিআর হিসাব খোলা হয়। হিসাবগুলোতে ২৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকা কলেজ ফান্ড থেকে স্থানান্তর করা হয়।
দুদক সূত্র জানায়, কলেজ ফান্ডের টাকা কলেজের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে থাকার কথা। নিয়ম ভেঙে কোনো কর্মচারীর ব্যক্তিগত হিসেবে রাখার সুযোগ নেই।
আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে দুদক আইন, ২০০৪–এর ২৭ (১) ধারা এবং অবৈধ উৎস গোপন করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যম মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) এবং দণ্ডবিধি ১০৯,৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংস্থাটি পরিবেশ সচিব ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ‘ডিমান্ড অব জাস্টিস’ নোটিশ প্রসঙ্গে তাগাদাপত্র দিয়েছে।
৭ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
২০ মিনিট আগেযশোরের মনিরামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভাটার মালিক ও শ্রমিকেরা। উপজেলার ৪২টি ভাটার মালিক ও হাজারো শ্রমিক আজ মঙ্গলবার...
৪৩ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম আজ মঙ্গলবার এক বাসচালককে লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বাসশ্রমিকেরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক...
১ ঘণ্টা আগে