নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলন–সংগ্রামের মাধ্যমেই গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নাজমা আক্তার বলেন, গত পাঁচ বছরে নিত্যপণ্যের পাশাপাশি বাড়িভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা সবকিছুর খরচ আকাশচুম্বী হারে বেড়েছে। যার ফলে শ্রমিকদের জীবনযাত্রার মান এখন একেবারেই নিম্নমুখী। সিপিডির গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকার কেন্দ্রস্থলে বসবাসরত এক ব্যক্তির মাসিক খাবার খরচ ৫ হাজার ৩৩৯ টাকা। চারজনের একটি পরিবারের ক্ষেত্রে এই খরচ ২১ হাজার ৩৫৮ টাকা। আর অন্যান্য খরচ তো আছেই।
মূল্যস্ফীতির প্রসঙ্গ টেনে নাজমা আক্তার আরও বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে। নিম্নতম মজুরি কাঠামোর নিয়ম অনুযায়ী, প্রতিবছর মূল মজুরির ৫ শতাংশ হারে বৃদ্ধি করেন মালিকেরা। অথচ বৈদেশিক মুদ্রার মান টাকায় বেড়ে যাওয়ায় গত পাঁচ মাস ধরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের আশপাশে ঘুরপাক খাচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার জোর দাবি জানাচ্ছি। আমরা জানি, আন্দোলন–সংগ্রাম ছাড়া আমাদের এ দাবি আদায় হবে না। তাই দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চলবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তারসহ শ্রমিকনেতারা।
আন্দোলন–সংগ্রামের মাধ্যমেই গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নাজমা আক্তার বলেন, গত পাঁচ বছরে নিত্যপণ্যের পাশাপাশি বাড়িভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা সবকিছুর খরচ আকাশচুম্বী হারে বেড়েছে। যার ফলে শ্রমিকদের জীবনযাত্রার মান এখন একেবারেই নিম্নমুখী। সিপিডির গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকার কেন্দ্রস্থলে বসবাসরত এক ব্যক্তির মাসিক খাবার খরচ ৫ হাজার ৩৩৯ টাকা। চারজনের একটি পরিবারের ক্ষেত্রে এই খরচ ২১ হাজার ৩৫৮ টাকা। আর অন্যান্য খরচ তো আছেই।
মূল্যস্ফীতির প্রসঙ্গ টেনে নাজমা আক্তার আরও বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে। নিম্নতম মজুরি কাঠামোর নিয়ম অনুযায়ী, প্রতিবছর মূল মজুরির ৫ শতাংশ হারে বৃদ্ধি করেন মালিকেরা। অথচ বৈদেশিক মুদ্রার মান টাকায় বেড়ে যাওয়ায় গত পাঁচ মাস ধরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের আশপাশে ঘুরপাক খাচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার জোর দাবি জানাচ্ছি। আমরা জানি, আন্দোলন–সংগ্রাম ছাড়া আমাদের এ দাবি আদায় হবে না। তাই দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চলবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তারসহ শ্রমিকনেতারা।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৪১ মিনিট আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
২ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
২ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
৩ ঘণ্টা আগে