ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড়ে (নিউমার্কেট পাশে) অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এতে আজিমপুর-সায়েন্স ল্যাব রাস্তা বন্ধ রয়েছে। পলাশী-কাঁটাবন ঘুরে গাড়ি চলাচল করতে হচ্ছে।
এদিকে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ পাঁচজন মুখে স্কচটেপ লাগিয়ে অনশন করছেন।
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চলমান আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তবে মহাসমাবেশ করতে না পেরে নীলক্ষেতে অবস্থান নেন তাঁরা।
বর্তমানে নীলক্ষেতে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আন্দোলনকারীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাঁদের ওপর চড়াও হয় তাহলে তাঁরা জীবন দিয়ে দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. রাসেল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের সহকর্মীরা অনশন করছেন, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। দাবি আদায় না হওয়া আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব।’
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিসহ ৩ দফা দাবি রয়েছে তাঁদের। দাবিগুলো হলো—চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড়ে (নিউমার্কেট পাশে) অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এতে আজিমপুর-সায়েন্স ল্যাব রাস্তা বন্ধ রয়েছে। পলাশী-কাঁটাবন ঘুরে গাড়ি চলাচল করতে হচ্ছে।
এদিকে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ পাঁচজন মুখে স্কচটেপ লাগিয়ে অনশন করছেন।
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চলমান আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তবে মহাসমাবেশ করতে না পেরে নীলক্ষেতে অবস্থান নেন তাঁরা।
বর্তমানে নীলক্ষেতে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আন্দোলনকারীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাঁদের ওপর চড়াও হয় তাহলে তাঁরা জীবন দিয়ে দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. রাসেল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের সহকর্মীরা অনশন করছেন, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। দাবি আদায় না হওয়া আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব।’
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিসহ ৩ দফা দাবি রয়েছে তাঁদের। দাবিগুলো হলো—চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে