নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘শাওন যুবদলের রাজনীতি করত এবং যুবদলের কর্মী ছিল সেটা প্রমাণিত। দলীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের অনেক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সে যদি রাজনীতি না-ও করে, তার পরেও একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার অধিকার পুলিশের নেই। পুলিশের গুলিতেই শাওনের মৃত্যু হয়েছে। এটা নিয়ে তারা মিথ্যাচার শুরু করেছে। কোনোভাবেই এই হত্যার দায় তারা অস্বীকার করতে পারে না।’
আজ শুক্রবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় নিহত শাওন প্রধানের বাড়িতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন ফখরুল। এদিন শাওনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দোয়া, কবর জিয়ারত ও নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার সারা দেশে বিএনপির কর্মসূচিতে হামলা ও গুলি চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। বিএনপির গণতান্ত্রিক অধিকার হরণ করছে। আমি পুলিশ প্রশাসনকে বলব, গুলি করে পাখির মতো মানুষ মারবেন না। আপনাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষকে নির্বিচারে গুলি করা নয়। আমি আপনাদের অনুরোধ করব, কোনো অন্যায় হুকুম আপনারা মানবেন না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ মানুষের ওপর গুলি ছুড়বেন না। আপনারা আমাদের শত্রু নন, আপনারা এসব মানুষেরই সন্তান।’
শাওনের মরদেহ রাতে দাফনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার এতটাই অমানবিক যে মধ্যরাতে শাওনের লাশ দাফনে বাধ্য করেছে। এটা অমানবিক কার্যকলাপ। এসবের একদিন বিচার হবে। আমরা দাবি জানাব, শাওন হত্যাকারীদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল সারা দেশে প্রতিবাদ সভা হবে। খুব দ্রুতই দেশব্যাপী সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেব আমরা।’
এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাওন প্রধানের বাড়িতে উপস্থিত হলে শোকে ভারী হয়ে ওঠে গোপালনগর এলাকা। বিএনপি মহাসচিবের আগমনের খবর পেয়ে হাজারো নেতা-কর্মী জড়ো হন। শাওনের বাড়িতে আসতেই শাওনের ভাই ফরহাদ প্রধান মির্জা ফখরুলকে জড়িয়ে কাঁদতে থাকেন। মির্জা ফখরুল ঘরের ভেতরে প্রবেশ করে শাওনের মাকে সান্ত্বনা দেন এবং শাওনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর শাওনের কবর জিয়ারত করে ফেরেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘শাওন যুবদলের রাজনীতি করত এবং যুবদলের কর্মী ছিল সেটা প্রমাণিত। দলীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের অনেক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সে যদি রাজনীতি না-ও করে, তার পরেও একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার অধিকার পুলিশের নেই। পুলিশের গুলিতেই শাওনের মৃত্যু হয়েছে। এটা নিয়ে তারা মিথ্যাচার শুরু করেছে। কোনোভাবেই এই হত্যার দায় তারা অস্বীকার করতে পারে না।’
আজ শুক্রবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় নিহত শাওন প্রধানের বাড়িতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন ফখরুল। এদিন শাওনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দোয়া, কবর জিয়ারত ও নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার সারা দেশে বিএনপির কর্মসূচিতে হামলা ও গুলি চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। বিএনপির গণতান্ত্রিক অধিকার হরণ করছে। আমি পুলিশ প্রশাসনকে বলব, গুলি করে পাখির মতো মানুষ মারবেন না। আপনাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষকে নির্বিচারে গুলি করা নয়। আমি আপনাদের অনুরোধ করব, কোনো অন্যায় হুকুম আপনারা মানবেন না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ মানুষের ওপর গুলি ছুড়বেন না। আপনারা আমাদের শত্রু নন, আপনারা এসব মানুষেরই সন্তান।’
শাওনের মরদেহ রাতে দাফনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার এতটাই অমানবিক যে মধ্যরাতে শাওনের লাশ দাফনে বাধ্য করেছে। এটা অমানবিক কার্যকলাপ। এসবের একদিন বিচার হবে। আমরা দাবি জানাব, শাওন হত্যাকারীদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল সারা দেশে প্রতিবাদ সভা হবে। খুব দ্রুতই দেশব্যাপী সরকার পতনের আন্দোলনের ঘোষণা দেব আমরা।’
এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাওন প্রধানের বাড়িতে উপস্থিত হলে শোকে ভারী হয়ে ওঠে গোপালনগর এলাকা। বিএনপি মহাসচিবের আগমনের খবর পেয়ে হাজারো নেতা-কর্মী জড়ো হন। শাওনের বাড়িতে আসতেই শাওনের ভাই ফরহাদ প্রধান মির্জা ফখরুলকে জড়িয়ে কাঁদতে থাকেন। মির্জা ফখরুল ঘরের ভেতরে প্রবেশ করে শাওনের মাকে সান্ত্বনা দেন এবং শাওনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর শাওনের কবর জিয়ারত করে ফেরেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
চট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
১৮ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটিতে বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক ঝালকাঠি-বরিশাল মহাসড়কে চেকপোস্টের নামে যাত্রী-চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে বেলা ৩টা থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ১৮টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
১ ঘণ্টা আগে