Ajker Patrika

বিমানবন্দর সড়কে আন্ডারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪: ০৪
বিমানবন্দর সড়কে আন্ডারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন আন্ডারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আন্ডারপাসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর সাড়ে ১২টায় আন্ডারপাসটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

২০১৮ সালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাজিব ও দিয়া নিহত হলে নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

উদ্বোধনের পর পথচারীদের জন্য আন্ডারপাসটি উন্মুক্ত করে দেওয়া হয়সরেজমিনে দেখা যায়, আন্ডারপাসটি ব্যবহারের জন্য রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফটের ব্যবস্থা। দিনে সূর্যের আলো ও রাতে চাঁদের আলো প্রবেশ করতে পারে এমন নকশায় তৈরি হয়েছে আন্ডারপাসটি। শীতাতপনিয়ন্ত্রিত আন্ডারপাসটি হুইল চেয়ার ব্যবহারের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। ৪২ মিটার দৈর্ঘ্যের এই আন্ডারপাস নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। 

উদ্বোধনের পর পথচারীদের জন্য আন্ডারপাসটি উন্মুক্ত করে দেওয়া হয়একই সময়ে এই আন্ডারপাস ছাড়াও সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক চার লেন মহাসড়ক, বালুখালী-ঘুমধুম সীমান্ত সংযোগ সড়ক এবং নানিয়ারচরে চেংগী নদীর ওপর নির্মিত ৫০০ মিটার দীর্ঘ সড়ক সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: প্রতিবাদে সংবাদ সম্মেলনে এনসিপিকে বৈষম্যবিরোধীদের বাধা

নির্বাচনে প্রার্থীর প্রচারে পোস্টার থাকছে না

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

শত শত বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হচ্ছে কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত