Ajker Patrika

ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখার আহ্বান জনপ্রশাসন সচিবের

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৮: ২৩
ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখার আহ্বান জনপ্রশাসন সচিবের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। দেশকে এখন দেওয়ার সময়। ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখে আত্মসমালোচনা করবেন, যে আমি কী চাচ্ছি। 

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন ড. মো. মোখলেস উর রহমান। যোগদানের পর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন সচিব। তিনি আরও বলেন, গত ১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা যে বিপ্লব করেছে সে মূল্যবোধকে ধারণ করে জনপ্রশাসনের সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি। 

এর আগে দুপুরে ড. মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট। চাকরিজীবনে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত