নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাদের আসামি করা নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নিউমার্কেটে সহিংসতায় কী ঘটেছে, তা সবার কাছে পরিষ্কার। সেদিনের ঘটনার ছবি আছে, ফুটেজ আছে। এগুলো দেখেই তদন্তকাজ এগোবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, আর হবেও না।’
আজ শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘শুধু সিসিটিভি ফুটেজ নয়, প্রত্যেক সাংবাদিকের ক্যামেরায় ফুটেজ আছে। একটু ধৈর্য ধারণ করুন, পুলিশ তদন্ত করছে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’
আইজিপি আরও বলেন, ‘যাঁরা এ ধরনের আচরণ করেছেন, তাঁরা যাঁরাই হোন, ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে সতর্ক থাকবেন। সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে—এসব বিষয়ে পুলিশের যেসব আইনগত ব্যবস্থা, সেগুলো আমরা অবশ্যই দেখব।’
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়, ব্যবসায়ী-কর্মচারীসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একই মামলায় অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া নাহিদ হাসান নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করেছে তাঁর পরিবার। ওই মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার এক নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যকরী সদস্য। নিউমার্কেটের যে দুটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, তা মকবুলের মালিকানাধীন বলে জানা গেছে।
মামলার আরেক আসামি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া নিউমার্কেট থানা বিএনপির আরও কয়েকজন সাবেক নেতা এই মামলার আসামি।
নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাদের আসামি করা নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নিউমার্কেটে সহিংসতায় কী ঘটেছে, তা সবার কাছে পরিষ্কার। সেদিনের ঘটনার ছবি আছে, ফুটেজ আছে। এগুলো দেখেই তদন্তকাজ এগোবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, আর হবেও না।’
আজ শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘শুধু সিসিটিভি ফুটেজ নয়, প্রত্যেক সাংবাদিকের ক্যামেরায় ফুটেজ আছে। একটু ধৈর্য ধারণ করুন, পুলিশ তদন্ত করছে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’
আইজিপি আরও বলেন, ‘যাঁরা এ ধরনের আচরণ করেছেন, তাঁরা যাঁরাই হোন, ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে সতর্ক থাকবেন। সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে—এসব বিষয়ে পুলিশের যেসব আইনগত ব্যবস্থা, সেগুলো আমরা অবশ্যই দেখব।’
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়, ব্যবসায়ী-কর্মচারীসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একই মামলায় অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া নাহিদ হাসান নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করেছে তাঁর পরিবার। ওই মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার এক নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যকরী সদস্য। নিউমার্কেটের যে দুটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, তা মকবুলের মালিকানাধীন বলে জানা গেছে।
মামলার আরেক আসামি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া নিউমার্কেট থানা বিএনপির আরও কয়েকজন সাবেক নেতা এই মামলার আসামি।
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেতিনি নিজেকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রধান উপদেষ্টার এক সময়ের সহকর্মী বলে পরিচয় দেন। তিনি ট্রাফিক পরিদর্শক জি এম মুসার সঙ্গে দেখা করতে চান। তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইজিপির কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে অভিযোগ দেবেন...
৩০ মিনিট আগেচেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জিয়াদুর রহমান পরোয়ানা জারির এই নির্দেশ দেন। একই সঙ্গে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের...
৩৯ মিনিট আগেমানিকগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় তাঁরা আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভাঙচুর চালান। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
৪১ মিনিট আগে