রাজধানীর ডেমরায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২৪, ১৬: ০৯
Thumbnail image

রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকায় ঢালু জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় আব্দুল ওমর ইবনুল খাত্তাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। 

আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

শিশুটির নাম আব্দুল আহাদ (১১)। সে ওই এলাকার ফলের দোকানি খোকন মিয়ার ছেলে। 

হাসপাতালে শিশুটির চাচা আবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিল আহাদ। পরিবারের সঙ্গে মুসলিমনগর কুয়েতি মসজিদের পাশে একটি বাড়িতে থাকে তারা। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জগন্নাথপুরে। 

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে মুসলিমনগরের বাসা থেকে একাই খেলতে বের হয় আহাদ। এর কিছুক্ষণ পর অন্য এক শিশু বাসায় এসে তার মাকে খবর দেয়, আহাদ পানিতে পড়ে গেছে। তখন স্বজনেরা দৌড়ে সেখানে গিয়ে আহাদকে পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তাদের ধারণা, পানি দেখে সেখানে গোসল করতে নেমেছিল আহাদ। সাঁতার না জানায় ডুবে মারা গেছে সে। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত