Ajker Patrika

জবিতে ৩৯ মণ্ডপে হবে সরস্বতী পূজা, রাত ৮টায় শেষের নির্দেশনা

জবি প্রতিনিধি 
জবিতে এ বছর মোট ৩৯টি মণ্ডপে পূজার আয়োজন অনুষ্ঠিত হবে। ছবি: আজকের পত্রিকা
জবিতে এ বছর মোট ৩৯টি মণ্ডপে পূজার আয়োজন অনুষ্ঠিত হবে। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবছরের মতো বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে সরস্বতী পূজা। গত বছরের হিসাবে এবারে তিনটি মণ্ডপ বেড়েছে। এ বছর মোট ৩৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হবে। সেই সঙ্গে পূজা সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে পূজার আয়োজন শেষ করতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল সর্বশেষ প্রস্তুতির বিষয়ে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, এ বছর আমাদের মণ্ডপ সংখ্যা বেড়েছে। ৩৭টি বিভাগ, একটি ইনস্টিটিউট ও একমাত্র ছাত্রী হলসহ মোট ৩৯টি মণ্ডপে পূজার আয়োজন হবে। ছাত্রী হলের মণ্ডপটি হলের ভেতরেই করা হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ রাতের মধ্যেই সব মণ্ডপ প্রস্তুতির কাজ শেষ করবে সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার বিষয়েও সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, এ বিষয়ে প্রক্টরের সঙ্গেও আমাদের বৈঠক সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, পূজা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। রাত ৮টায় সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পুরান ঢাকার স্থানীয় মানুষ ও আশপাশের এলাকার মানুষজনও এই পূজায় অংশগ্রহণ করে থাকেন। আশা করছি কালও সবার সম্মিলিত অংশগ্রহণে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে আমরা পূজা সম্পন্ন করতে পারব।

হিসাববিজ্ঞান বিভাগের সনাতনী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আকাশ কীর্তনীয়া বলেন, ‘আমাদের বিভাগের পূজা মণ্ডপের স্টেজের কাজ চলমান। আনুষঙ্গিক সকল কিছু প্রস্তুত। প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করবে বলে আশ্বস্ত করেছে। নিজ মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলার প্রতি সজাগ দৃষ্টি রাখতেও বলা হয়েছে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আইনশৃঙ্খলার বিষয়ে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও অবগত করা হয়েছে। ক্যাম্পাসের সব সিসিটিভি ক্যামেরাও সচল করা হয়েছে। ৮টার মধ্যে পূজার আয়োজন সম্পন্ন করতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত