Ajker Patrika

সমাবেশ গোলাপবাগে, নয়াপল্টনে ৪০০ পুলিশের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭: ৩৮
সমাবেশ গোলাপবাগে, নয়াপল্টনে ৪০০ পুলিশের সতর্ক অবস্থান

পল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। নানা নাটকীয়তার পর সেই সমাবেশ হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনালসংলগ্ন গোলাপবাগ মাঠে। তার পরও নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় ঘিরে রয়েছে ব্যাপক পুলিশি তৎপরতা। কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত আজ অন্তত চার শতাধিক পুলিশ মোতায়েন আছে।

নাইটিঙ্গেল মোড়ে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকার নিরাপত্তা নিয়ে কথা বলার সময় আজ শনিবার সকালে এ তথ্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘শুধু পল্টন এলাকার নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপির কার্যালয় ঘিরে আনুমানিক ৪০০ পোশাকি পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।’

সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির দলীয় কার্যালয় এলাকা ঘুরে দেখা যায়, সেখান সুনসান নিস্তব্ধতা বিরাজ করছে। ভিআইপি রোডের দুই পাশেই বড় ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান। মাঝে মাঝে হেলমেট পরিহিত কয়েক যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসের সামনে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। তবে এই সড়কে পথচারীদের আনাগোনা নেই বললে চলে।

নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত দু-একটি চায়ের দোকান খোলা দেখা গেছে। বন্ধ রাখা এই সড়কের দুই পাশের পাড়া-মহল্লা থেকে মূল সড়কে ওঠার গেটগুলোও ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। ব্যারিকেডের সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে দায়িত্বরত পুলিশ সদস্যদের। বিএনপির দলীয় কার্যালয়টি ভেতর ও বাইরে থেকে তালবদ্ধ। কার্যালয় ঘিরে অন্তত দেড় শ পুলিশ সতর্ক অবস্থানে। কার্যালয় পাড় হয়ে জোনাকি সিনেমা হলের পাশের মহল্লার গেটের ব্যারিকেড দেখা গেছে। সেখানেও ছিল পুলিশের অবস্থান। একই চিত্র ছিল ফকিরাপুল ব্যারিকেডে।

নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলে যাতায়াতে পুলিশের কড়াকড়ি। গত বুধবার এই এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকেই এই এলাকা নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

মাঝেমাঝে কয়েক যুবক স্লোগান দিচ্ছেন বিএনপি অফিসের সামনে।আজও কেন এই সড়ক বন্ধ এমন প্রশ্নের জবাবে বিপ্লব কুমার সরকার বলেন, ‘কিছুদিন আগে বিএনপি সমাবেশের নামে আমাদের পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে। আজকে ডিএমপির সদস্যদের বলা হয়েছে, তারা যেন সব সময় সতর্ক অবস্থানে থাকে, যাতে কেউ জানমালের কোনো ক্ষতি করতে না পারে।’

৪০০ পুলিশ মোতায়েনের কথা বলা হলেও কার্যালয় এলাকা ঘুরে দেখা গেছে এই সংখ্যা আরও বেশি। পোশাক ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অন্তত ১ হাজার হবে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত