ভোট ডাকাতি, গুলি করতে আসলে বসে থাকব না: জাতীয় পার্টির প্রার্থী লোটন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১৮: ০১
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৯: ০৫

নারায়ণগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলমগীর শিকদার লোটন বলেছেন, ‘কেউ আপনাদের ভয়ভীতি দেখাবে আর আমরা বসে থাকব, তা হবে না। পিস্তল উঁচিয়ে গুলি করতে আসলে আমরাও বসে থাকব না। ভোট ডাকাতি কর‍তে আসলে আমরা বসে থাকব না। কীভাবে ঠেকাতে হয়, তা আমরা জানি। সেই শক্তি আমাদের আছে। সেই শক্তি আছে বলেই নির্বাচনে আসছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম। এমনি এমনি সাহস হয়নি।’

আজ বুধবার বিকেলে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে আয়োজিত পথসভায় এই মন্তব্য করেন তিনি। আলমগীর শিকদার লোটনের বাবা একই আসনের সাবেক দুবারের এমপি ছিলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা আমার বাবাকে দুবার এমপি নির্বাচিত করেছেন। আমি ভীতু বা টাকার লোভী না। টাকা নিলে নির্বাচনের আগেই বসে যেতাম। ৭ তারিখে ভোট দিবেন ও আমার জন্য দোয়া করবেন। আপনাদের অনেকে থ্রেট দিবে, কিন্তু ভয় পাবেন না। তারা কিছুই করতে পারবে না। যদি কেউ কিছু করতে আসে তাহলে আগে আমার ওপর দিয়ে যাবে।’

তিনি বলেন, ‘নজরুল ইসলাম বাবু আমার ছোট ভাই। সে ১৫ বছর এমপি ছিল। আমি দাবি নিয়ে আসছি এবার আমাকে ভোট দেন। আমি লাঙ্গলের প্রতীক আনলেও আমার কাছে কোনো আওয়ামী লীগ, বিএনপি নাই। আমি সবার সঙ্গে কাজ করতে চাই। আপনারা আওয়ামী লীগ-বিএনপিতেই থাকেন, কিন্তু ভোটটা আমাকে দিয়েন। আপনাদের নিয়েই আমি কাজ করব। বিএনপিও জাতীয়তাবাদী আমরাও জাতীয়তাবাদী; সুতরাং ভোট আমরা প্রাপ্য।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সভাপতি হোসেন নবী উল্লাহ, কালাপাহাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আজাদ, ইউনিয়ন যুবলীগের সদস্য আশরাফ উদ্দিনসহ অনেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত