নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নুরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ৭২২ ভোটারের মধ্যে ১ হাজার ৪৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এবার ডিআরইউর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক দি ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের।
সভাপতি পদে মিঠু ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। অন্য তিনজন প্রার্থী হলেন সাখাওয়াত হোসেন বাদশা, কবির আহমেদ খান, সৈয়দ শুকুর আলী শুভ।
সহসভাপতি পদে ওসমান গণি বাবুল আবারও নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশেদুল হক। সাধারণ সম্পাদক পদে হাসিব পান ৫০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান খান পান ৩৩৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহানাজ শারমিন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল কাফি, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, নারীবিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, আল আমিন, এসকে রেজা পারভেজ, তানভীর আহমেদ ও ছলিম উল্লাহ মেজবাহ।
প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মাদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দেশের রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নুরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ৭২২ ভোটারের মধ্যে ১ হাজার ৪৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এবার ডিআরইউর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক দি ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের।
সভাপতি পদে মিঠু ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। অন্য তিনজন প্রার্থী হলেন সাখাওয়াত হোসেন বাদশা, কবির আহমেদ খান, সৈয়দ শুকুর আলী শুভ।
সহসভাপতি পদে ওসমান গণি বাবুল আবারও নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশেদুল হক। সাধারণ সম্পাদক পদে হাসিব পান ৫০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান খান পান ৩৩৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহানাজ শারমিন, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল কাফি, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, নারীবিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, আল আমিন, এসকে রেজা পারভেজ, তানভীর আহমেদ ও ছলিম উল্লাহ মেজবাহ।
প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মাদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে