ঢামেক প্রতিবেদক
রাজধানীর আজিমপুর শেখ সাহেব বাজার এলাকায় বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে সরকারি কলোনির দেয়াল চাপা পড়ে জিহাদ (৭) নামের এক শিশু মারা গেছে।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা নাজির হোসেন জানান, তাঁর ছেলে আজিমপুরে দিবাকালীন শিশুযত্ন কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। তাঁদের বাসা লালবাগ শহীদ নগর ১ নম্বর গলিতে। দুই ছেলের মধ্যে জিহাদ ছিল ছোট। নাজির হোসেন এলাকায় পান-সিগারেট বিক্রি করেন।
নাজির হোসেন জানান, প্রতিদিন সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন তিনি। আবার স্কুল ছুটির পর বাসায় নিয়ে আসেন। সকালে শিশুর হাত ধরে আজিমপুর শেখ সাহেব বাজার ওয়েস্টার্ন হাইস্কুলের উল্টা পাশের সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় কলোনির সীমানাপ্রচীর তাদের ওপর ধসে পড়ে। দেয়ালের সব ইট জিহাদের ওপর পড়ে। হাত দিয়ে ঠেকাতে গেলে নাজির হোসেনের পায়ে আঘাত লাগে। পরে শিশুটিকে দেয়ালের নিচ থেকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চা-দোকানদার বাবুল মিয়া জানায়, বহু বছর ধরে তিনি ওই এলাকায় চা বিক্রি করেন। কলোনির দেয়াল ঘেঁষা তাঁর দোকান। বহু বছর হয়ে গেল কলোনির দেয়াল মেরামত করতে দেখেননি। এক পাশে বিদ্যুতের খুঁটিতে হেলানো অবস্থায় আছে।
বাবুল মিয়া জানান, সকালে কেউ কেউ দোকান খুলছিলেন। অনেক দোকান বন্ধ ছিল। এ সময় এক ব্যক্তি সন্তানকে নিয়ে এতিমখানার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দেয়াল ভেঙে ওই শিশুর ওপর পড়ে। বাবা হাত দিয়ে দেয়াল ঠেকাতে যান। কিন্তু ইটগুলো শিশুটার ওপর পড়ে। এ সময় এক মোটরসাইকেল চালকও ইটের আঘাতে আহত হন।
এ তথ্য নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর আজিমপুর শেখ সাহেব বাজার এলাকায় বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে সরকারি কলোনির দেয়াল চাপা পড়ে জিহাদ (৭) নামের এক শিশু মারা গেছে।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা নাজির হোসেন জানান, তাঁর ছেলে আজিমপুরে দিবাকালীন শিশুযত্ন কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। তাঁদের বাসা লালবাগ শহীদ নগর ১ নম্বর গলিতে। দুই ছেলের মধ্যে জিহাদ ছিল ছোট। নাজির হোসেন এলাকায় পান-সিগারেট বিক্রি করেন।
নাজির হোসেন জানান, প্রতিদিন সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন তিনি। আবার স্কুল ছুটির পর বাসায় নিয়ে আসেন। সকালে শিশুর হাত ধরে আজিমপুর শেখ সাহেব বাজার ওয়েস্টার্ন হাইস্কুলের উল্টা পাশের সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় কলোনির সীমানাপ্রচীর তাদের ওপর ধসে পড়ে। দেয়ালের সব ইট জিহাদের ওপর পড়ে। হাত দিয়ে ঠেকাতে গেলে নাজির হোসেনের পায়ে আঘাত লাগে। পরে শিশুটিকে দেয়ালের নিচ থেকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চা-দোকানদার বাবুল মিয়া জানায়, বহু বছর ধরে তিনি ওই এলাকায় চা বিক্রি করেন। কলোনির দেয়াল ঘেঁষা তাঁর দোকান। বহু বছর হয়ে গেল কলোনির দেয়াল মেরামত করতে দেখেননি। এক পাশে বিদ্যুতের খুঁটিতে হেলানো অবস্থায় আছে।
বাবুল মিয়া জানান, সকালে কেউ কেউ দোকান খুলছিলেন। অনেক দোকান বন্ধ ছিল। এ সময় এক ব্যক্তি সন্তানকে নিয়ে এতিমখানার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দেয়াল ভেঙে ওই শিশুর ওপর পড়ে। বাবা হাত দিয়ে দেয়াল ঠেকাতে যান। কিন্তু ইটগুলো শিশুটার ওপর পড়ে। এ সময় এক মোটরসাইকেল চালকও ইটের আঘাতে আহত হন।
এ তথ্য নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
৯ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
২২ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
২৭ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৭ মিনিট আগে