Ajker Patrika

রাজধানীতে খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১০: ৪৪
রাজধানীতে খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

রাজধানীর বাড্ডার ১০০ ফুট এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

নিহতরা হলেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)। আহতরা হলেন শাকিল (৩২) ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০)। আহতদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

আজ সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শহিদুল ও জুয়েলকে মৃত ঘোষণা করেন। 

দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দগ্ধ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’ 

জুয়েল পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামে আলাউদ্দিন ফকিরের ছেলে। শহিদুল একই থানার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। তাঁরা যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় থাকতেন। 

শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার বলেন, তাঁরা দুজন শ্রমিক। বাড্ডার ১০০ ফুট এলাকায় উত্তর সিটি করপোরেশনের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান এমএস করপোরেশনের মাধ্যমে কাজ করছিলেন তাঁরা। রাতে বিদ্যুতের খুঁটি মাটিতে পোঁতার সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজদ জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাড্ডার ১০০ ফুট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় পাঁচ ব্যক্তি বিদ্যুতায়িত হন। পরে লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত