ঢামেক প্রতিনিধি
রাজধানীর বাড্ডার ১০০ ফুট এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)। আহতরা হলেন শাকিল (৩২) ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০)। আহতদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আজ সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শহিদুল ও জুয়েলকে মৃত ঘোষণা করেন।
দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দগ্ধ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
জুয়েল পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামে আলাউদ্দিন ফকিরের ছেলে। শহিদুল একই থানার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। তাঁরা যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় থাকতেন।
শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার বলেন, তাঁরা দুজন শ্রমিক। বাড্ডার ১০০ ফুট এলাকায় উত্তর সিটি করপোরেশনের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান এমএস করপোরেশনের মাধ্যমে কাজ করছিলেন তাঁরা। রাতে বিদ্যুতের খুঁটি মাটিতে পোঁতার সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজদ জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাড্ডার ১০০ ফুট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় পাঁচ ব্যক্তি বিদ্যুতায়িত হন। পরে লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রাজধানীর বাড্ডার ১০০ ফুট এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)। আহতরা হলেন শাকিল (৩২) ইলিয়াছ (৩১) ও রেজাউল (৩০)। আহতদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আজ সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শহিদুল ও জুয়েলকে মৃত ঘোষণা করেন।
দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দগ্ধ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
জুয়েল পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামে আলাউদ্দিন ফকিরের ছেলে। শহিদুল একই থানার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। তাঁরা যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় থাকতেন।
শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার বলেন, তাঁরা দুজন শ্রমিক। বাড্ডার ১০০ ফুট এলাকায় উত্তর সিটি করপোরেশনের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান এমএস করপোরেশনের মাধ্যমে কাজ করছিলেন তাঁরা। রাতে বিদ্যুতের খুঁটি মাটিতে পোঁতার সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজদ জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাড্ডার ১০০ ফুট এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় পাঁচ ব্যক্তি বিদ্যুতায়িত হন। পরে লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
২ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
১৯ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
২৭ মিনিট আগেকারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে